দেহব্যবসায় যুক্ত থাকার অভিযোগে ধৃত সব্যসাচীর দায় ঝাড়ল বিজেপি

কলকাতা: দেহব্যবসার সঙ্গে যুক্ত সন্দেহে গ্রেফতার করা হয়েছে হাওড়ার সব্যসাচী ঘোষকে। প্রাথমিক ভাবে ধৃতের সঙ্গে বিজেপির সম্পর্ক থাকার কথা জানা গেলেও এখন আর তাঁকে ঝেড়ে ফেলতে মরিয়া গেরুয়া শিবির।

হাওড়ার সাঁকরাইলের হোটেলে নাবালিকাদের দিয়ে দেহব্যবসা করানোর অভিযোগ উঠেছে সব্যসাচীর বিরুদ্ধে। তাঁকে গ্রেফতার করার পর বৃহস্পতিবার হাওড়া সদরের বিজেপি সম্পাদক দাবি করেছিলেন, সব্যসাচী যদি দোষী প্রমাণিত হন, তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল। কিন্তু শুক্রবার হাওড়া সদর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি দাবি করলেন যে বিজেপির সঙ্গে কোনও সম্পর্ক নেই সব্যসাচীর।

প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, এই সব্যসাচী হাওড়া সদর সাংগঠনিক জেলার কিসান মোর্চার সম্পাদক। তবে বিজেপির হাওড়া সদর সাংগঠনিক জেলার সভাপতি রমাপ্রসাদ ভট্টাচার্যের স্বাক্ষর করা একটি প্রেস বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়েছে, সব্যসাচী দত্ত দলের সঙ্গে কোনওভাবেই যুক্ত নন। এমনকি, তিনি বিজেপি দলের সঙ্গে যুক্ত, এমন কোনও প্রমাণ আছে কিনা, সেটা দেখানোর জন্যেও প্রমাণ ছুড়ে দিয়েছে গেরুয়া শিবির।

তবে বৃহস্পতিবার হাওড়া সদরের বিজেপি সম্পাদক ওমপ্রকাশ সিং দাবি করেছিলেন, সন্দেশখালির ঘটনা থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে পুলিশ। তবে সব্যসাচীর বিরুদ্ধে তদন্ত করা হোক। তিনি কোনও দোষ করেছেন কিনা, তা খতিয়ে দেখুক পুলিশ। তদন্তে দোষ প্রমাণিত হলে দল তাঁর বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে বলে জানিয়েছিলেন হাওড়া সদরের বিজেপি সম্পাদক।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে