আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে আজ, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সর্বস্তরের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে সংগঠনে পরিবর্তন আনতে মমতা কী বার্তা দেন, তা নিয়ে দলের মধ্যে কৌতূহল তুঙ্গে।
এছাড়াও, আজকের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ঘিরে বাড়তি আগ্রহ রয়েছে। বুধবার রাত পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, তাঁর সভায় থাকার সম্ভাবনা প্রবল। সকাল সাড়ে ১১টার দিকে তিনি পৌঁছতে পারেন। সভায় গিয়ে তিনি কী বলেন, তা নিয়ে দল ও রাজনৈতিক মহলে উৎসাহ রয়েছে।
কী কী বার্তা দিতে পারেন দলনেত্রী? তৃণমূল সূত্রে খবর, দলের দ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা দিতে পারেন তিনি। নয়া কর্মসূচি ঘোষণা হতে পারে এই সম্মেলন থেকে। রাজ্য সম্মেলনে গুরুত্ব পেতে চলেছে ভুয়ো ভোটার প্রসঙ্গও।
আরও পড়ুন: নেতাজি ইন্ডোরে তৃণমূলের বিশেষ সম্মেলন বৃহস্পতিবার, সাংগঠনিক রদবদল নিয়ে জল্পনা