জম্মু-কাশ্মীর সফরের পথে কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরলেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। দিল্লি থেকে শ্রীনগর যাওয়ার পথে ভয়ঙ্কর আবহাওয়ার কবলে পড়ে ইন্ডিগোর 6E2142 বিমানটি।
যাত্রীদের মধ্যে ছিলেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সাগরিকা ঘোষ, নাদিমুল হক, মানস ভুঁইয়া ও মমতা বালা ঠাকুর। আকাশে প্রবল ঝাঁকুনির পরে জরুরি অবতরণের পরিস্থিতি তৈরি হয়। শ্রীনগরে পৌঁছনোর আগেই বিমানটি তীব্র শিলাবৃষ্টিতে পড়ে। বিমানের সামনের অংশ ভেঙে যায়।
সাংসদ সাগরিকা ঘোষ জানান, “এ যেন মৃত্যুর খুব কাছাকাছি চলে যাওয়া। সবাই আতঙ্কে চিৎকার করছিল। ভাবতেই পারিনি জীবিত নামতে পারব।”
পাইলটের দক্ষতায় শেষমেশ বিমানটি শ্রীনগর এয়ারপোর্টে অবতরণ করে। ২০০-র বেশি যাত্রী সকলেই সুরক্ষিত। বিমানটি এখন ক্ষতিগ্রস্ত অবস্থায়, চলছে সারাই ও পরীক্ষার কাজ।