বাদল অধিবেশন থেকে সাসপেন্ড তৃণমূল সাংসদ শান্তনু সেন

ডেস্ক: বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করা হল তৃণমূলের সাংসদ শান্তনু সেনকে।  সংসদের মধ্যেই কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রীর হাত থেকে কাগজ কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলার জের৷ পেগাসাস কাণ্ডে গতকাল কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাত থেকে কাগজ ছিঁড়ে ফেলে দেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। সেই ঘটনার প্রেক্ষিতেই স্বাধিকার ভঙ্গের নোটিস দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মুরলিধরন। সেই নোটিসেই সম্মতি দেওয়া হয় আজ।


গোটা বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড করা হল তৃণমূলের রাজ্যসভার সাংসদকে৷ শান্তনু সেনকে সাসপেন্ড করেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। এরসঙ্গে সঙ্গেই কক্ষ ছেড়ে বেরিয়ে যান শান্তনু। এ দিন সকালে অধিবেশন শুরু হতেই উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু শান্তনু সেনের প্রসঙ্গ তুলে জানান, বাদল অধিবেশনের বাকি দিনগুলিতে শান্তনু সেনকে সাসপেন্ড করা হল। এরপরই তৃণমূলের সাংসদরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভের জেরে ১২টা অবধি স্থগিত করে দেওয়া হয় রাজ্যসভা।


গতকাল রাজ্যসভায় পেগাসাস ইস্যুতে বক্তব্য রাখছিলেন কেন্দ্রীয় আইটি বিষয়ক মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেই সময়ই শান্তনু সেন তার প্রতিবাদে সরব হন। এর সঙ্গেই তিনি অশ্বিনী বৈষ্ণবের বক্তৃতার পাতা কেড়ে তা ছিঁড়ে দেন। এরপর এদিন শান্তনু সেনের আচরণের তীব্র সমালোচনা করেন বেঙ্কাইয়া নাইডু। নাইডু বলেন,’গতকাল সভায় যা হয়েছে তা খুবই দুর্ভাগ্যজনক। অসাংবিধানিক ঘটনা ঘটেছে।’ এরপরই এদিন শান্তনু সেনকে সাসপেন্ড করা হয়।

আরও পড়ুন: পেগাসাস নিয়ে রাজ্যসভায় তীব্র বিরোধিতায় তৃণমূল, মন্ত্রীর বিবৃতি ছিঁড়ে ফেললেন শান্তনু সেন


এই শাস্তি ঘোষণার পরই তীব্র প্রতিবাদ করেন রাজ্যসভার তৃণমূল সাংসদরা৷ তাঁদের পাল্টা অভিযোগ, বৃহস্পতিবার সংসদ চলাকালীন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি শান্তনু সেনকে গালিগালাজ করেন এবং তাঁকে আক্রমণ করারও চেষ্টা করেছিলেন৷

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক