দিল্লি নির্বাচনে আপ-কে সমর্থন তৃণমূলের, কৃতজ্ঞতা প্রকাশ কেজরিওয়ালের

অরবিন্দ কেজরিওয়াল এবং মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতীকী ছবি

দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি (আপ)-কে সমর্থন জানিয়েছে তৃণমূল কংগ্রেস। বুধবার এই খবর জানান আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বলেন, “ধন্যবাদ দিদি। ভালো এবং খারাপ সময়ে আপনি সবসময় আমাদের পাশে থেকেছেন।”

সামাজিক যোগাযোগমাধ্যমে কেজরিওয়াল লেখেন, “তৃণমূল দিল্লি নির্বাচনে আপ-কে সমর্থন ঘোষণা করেছে। আমি মমতা দিদির প্রতি কৃতজ্ঞ।”

এর আগে সমাজবাদী পার্টি এবং শিবসেনা (ইউবিটি) আপ-কে তাদের সমর্থন জানিয়েছিল। এ বার জানাল তৃণমূল। এবার দিল্লি বিধানসভা নির্বাচনে আপ এককভাবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। যদিও তারা ২০২৪ লোকসভা নির্বাচনের জন্য কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছিল।

২০১৫ এবং ২০২০ সালের নির্বাচনে যথাক্রমে ৬৭ এবং ৬২টি আসনে জয়ী হয়ে আপ দিল্লির ক্ষমতা ধরে রেখেছে। এবারও তারা টানা তৃতীয়বার জয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছে।

উল্লেখ্য, দিল্লি বিধানসভার ৭০টি আসনের জন্য ভোটগ্রহণ হবে ৫ ফেব্রুয়ারি এবং ভোটগণনা হবে ৮ ফেব্রুয়ারি।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন