পাক সন্ত্রাসের বিরুদ্ধে কেন্দ্রের সর্বদলীয় কূটনৈতিক মিশনে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে প্রতিনিধি হিসেবে না পাঠানোর সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে তিনি বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে কেন্দ্র যা যা পদক্ষেপ নেবে, তৃণমূল তার পাশে থাকবে। কিন্তু তৃণমূল থেকে কে প্রতিনিধিত্ব করবেন, তা একমাত্র দলই ঠিক করবে, কেন্দ্র নয়।”
তিনি অভিযোগ করেন, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার বিরোধীদের সঙ্গে আলোচনা না করেই নাম ঠিক করছে প্রতিনিধি দলে। তিনি বলেন, “আমরা কাউকে অসম্মান করছি না, কিন্তু এ ধরনের বিষয়ে আলোচনা জরুরি”।
উল্লেখ্য, ইউসুফ পাঠানের নাম চেয়ে যোগাযোগ করেছিল কেন্দ্রীয় সরকার। তার পরই তৃণমূল শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেয়, তিনি প্রতিনিধিত্ব করবেন না। অভিষেক ফের জানান, “জাতীয় স্বার্থে তৃণমূল কখনও রাজনীতি করে না। মুখ্যমন্ত্রী নিজেও বারবার এই বার্তা দিয়েছেন।”