প্রথম পাতা খবর পিতার জয়ের ব্যবধান ছাপিয়ে গেলেন কন্যা, কালীগঞ্জে জিতলেন তৃণমূলের আলিফা

পিতার জয়ের ব্যবধান ছাপিয়ে গেলেন কন্যা, কালীগঞ্জে জিতলেন তৃণমূলের আলিফা

254 views
A+A-
Reset

নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বড় জয় পেলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। ২৩ রাউন্ডের ভোটগণনার শেষে তিনি জিতেছেন ৪৯,৭৫৫ ভোটের ব্যবধানে। পেয়েছেন ১,০২,১৭৯ ভোট। বিজেপি প্রার্থী আশিস ঘোষ পেয়েছেন ৫২,৪২৪ এবং কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন আহমেদ পেয়েছেন ২৮,২৬২ ভোট। নোটা পড়েছে ২,৫০০।

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই তৃণমূলের টিকিটে জিতেছিলেন আলিফার পিতা, প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন (লাল) আহমেদ। তিনি তখন জিতেছিলেন ৪৬,৯৮৭ ভোটে। এই উপনির্বাচনে সেই রেকর্ডকেও অতিক্রম করলেন তাঁর কন্যা আলিফা।

বাবার আসন ধরে রাখার পাশাপাশি জয়ের ব্যবধানে নজরকাড়া ফল করে আলিফা জানান দিলেন, কালীগঞ্জে এখনও অটুট রয়েছে ‘মা-মাটি-মানুষ’-এর শক্তি।

প্রসঙ্গত, প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুতে এই উপনির্বাচনের আয়োজন করা হয়। তাঁর কন্যা, ৩৮ বছর বয়সি আলিফা আহমেদ তৃণমূলের টিকিটে লড়ছেন। এর আগে তিনি জেলা পরিষদের সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন। বিজেপির হয়ে লড়ছেন আশিস ঘোষ এবং বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন আহমেদ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.