কাঁথি সমবায় ব্যাঙ্কের পরিচালন কমিটির নির্বাচনে বিরাট জয় পেল তৃণমূল কংগ্রেস। রবিবার অনুষ্ঠিত এই ভোটে ১০৮টি আসনের মধ্যে তৃণমূল প্রার্থীরা ১০১টি আসনে জয়ী হয়েছেন। বিজেপি মাত্র ৬টি আসন দখল করতে পেরেছে, আর একটি আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী।
ভোটের ফলাফল প্রকাশের পর তৃণমূল বিধায়ক অখিল গিরি জানান, এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আস্থার প্রমাণ। তাঁর মতে, এই ফলাফল দেখিয়ে দিয়েছে কাঁথির মানুষ বিজেপিকে একেবারে প্রত্যাখ্যান করেছেন। এই নির্বাচনে তৃণমূলের হয়ে প্রচারের দায়িত্বে ছিলেন অখিল গিরি। মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তাঁকে দায়িত্ব দিয়েছিলেন কাঁথির এই গুরুত্বপূর্ণ নির্বাচনে জয় নিশ্চিত করতে।
অন্য দিকে, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী তৃণমূলের বিরুদ্ধে ভোটে কারচুপির অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি সত্ত্বেও একাধিক বুথে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছে।
প্রায় তিন বছর ধরে পরিচালন কমিটি না থাকায় কাঁথি সমবায় ব্যাঙ্কে স্পেশ্যাল অফিসারের মাধ্যমে কাজ চলছিল। কলকাতা হাই কোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশে নির্দিষ্ট সময়ের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ সম্পন্ন হয় কড়া নিরাপত্তার মধ্যে, কেন্দ্রীয় বাহিনী ও বিশাল পুলিশবাহিনী মোতায়েন করে।
বিজেপি কাঁথি ১ ও কাঁথি ২ ব্লকের কয়েকটি আসনে জয় পেলেও বাকি সব এলাকাতেই একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছে তৃণমূল।