নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। ১৯ রাউন্ডের গণনার শেষে তৃণমূলের সংগ্রহ ৯১৪৮০ ভোট, বিজেপি পেয়েছে ৪০১৪৬ ভোট এবং কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ২৬২২০ ভোট। বিজেপির সঙ্গে তৃণমূলের ভোটের ব্যবধান ৫১৩৪৪।
উল্লেখ্য, প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুতে এই উপনির্বাচনের আয়োজন করা হয়। তাঁর কন্যা আলিফা আহমেদ তৃণমূলের টিকিটে লড়ছেন। বিজেপির প্রার্থী আশিস ঘোষ এবং বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন আহমেদ মূল প্রতিদ্বন্দ্বী হলেও ভোটের ব্যবধান থেকেই স্পষ্ট তৃণমূলের দাপট।
এই সাফল্যের পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে কালীগঞ্জের সাধারণ মানুষ, দলের কর্মী এবং সমর্থকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি লেখেন, ‘“কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এলাকার সব ধর্ম, সব বর্ণ, সব জাতি এবং সর্বস্তরের মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের বিপুল ভাবে আশীর্বাদ করেছেন। আমি নতমস্তকে তাঁদের আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এই জয়ের প্রধান কারিগর মা-মাটি-মানুষ।”
একই সঙ্গে মুখ্যমন্ত্রী লেখেন, “আমার কালীগঞ্জের সহকর্মীরা এর জন্য প্রাণপাত পরিশ্রম করেছেন। তাঁদেরও আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই। সবার জন্য রইল আমার প্রণাম ও সালাম। প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদকে স্মরণ করে আমি এই জয় বাংলার মা-মাটি-মানুষকে উৎসর্গ করছি।”