কলকাতা পুরসভার নির্বাচনের আগে এবার প্রথা মেনে ইস্তাহার প্রকাশের রাস্তায় যায়নি তৃণমূল কংগ্রেস। ইস্তাহারের পরিবর্তে প্রকাশ করা হয়েছিল নাগরিক পরিষেবা উন্নয়নের রূপরেখা। আর এবার কলকাতা পুরসভার মতো করেই রাজ্য়ে অনুষ্ঠিত হতে চলা বাকি তিন পুরসভা বিধাননগর, শিলিগুড়ি ও চন্দননগর এর ক্ষেত্রেও নির্বাচনের প্রাক মুহূর্তে প্রকাশ করা হল নাগরিক পরিষেবা উন্নয়নের রূপরেখা। উল্লেখযোগ্য় বিষয় হল, শুক্রবার এই তিন পুরসভার এই উন্নয়নের রূপরেখা প্রকাশ পেল প্রায় একইসঙ্গে।
এছাড়াও কলকাতার মতো করেই এবার রাজ্য়ের বাকি তিন পুরনিগম এলাকাতেও চালু করা হবে পাড়ায় সমাধান প্রকল্প, এমন প্রতিশ্রুতিও এদিন দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কলকাতা পুরভোটের সময় ইস্তাহারের পরিবর্তে যে উন্নয়নের রূপরেখা প্রকাশ করা হয়েছিল, তার আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছিল কলকাতার দশ দিগন্ত। শুক্রবার রাজ্য়ে অনুষ্ঠিত হতে চলা বাকি তিন পুরনিগমের নির্বাচনের আগে ইস্তেহারের পরিবর্তে উন্নয়নের রূপরেখা প্রকাশ পেলেও এক্ষেত্রে অবশ্য় কোনও আনুষ্ঠানিক নামকরণ করা হয়নি।
রাজ্য়ের চার পুরনিগমের মধ্য়ে ইতিমধ্য়েই সম্পন্ন হয়েছে কলকাতা পুরনিগমের নির্বাচন পর্ব। বাকি তিন পুরনিগমের নির্বাচনের জন্য় ইতিমধ্য়েই বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। আর প্রবল করোনা আবহের মধ্য়েও এখনও পর্যন্ত কমিশনের জারি করা সেই বিজ্ঞপ্তি অনুশরণ করেই চলছে যাবতীয় প্রচার পর্ব। সেই মতই শুক্রবার রাজ্য়ের তিন পুরনিগম বিধাননগর, শিলিগুড়ি ও চন্দননগর পুরনিগমের ইস্তাহার একইসঙ্গে প্রকাশ করবার প্রস্তুতি নিয়েছিল তৃণমূল।
এদিন তৃণমূলের এই ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে বিধাননগরে উপস্থিত ছিলেন রাজ্য়ার একাধিক মন্ত্রী। উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু, খাদ্য় মন্ত্রী রথীন ঘোষ এবং বনমন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক। এছাড়াও উপস্থিত ছিলেন দলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায়। অপরদিকে চন্দননগরে উপস্থিত ছিলেন দলের আরেক মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং শিলিগুড়ির ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের উত্তরবঙ্গের নেতা তথা প্রাক্তন তৃণমূল মন্ত্রী গৌতম দেব। এদিন তৃণমূলের তরফে এই ইস্তাহার প্রকাশ পর্বে তিন পুরনিগমের জন্য়ই পাড়ায় সমাধান নামের বিশেষ অ্য়াপ চালু করার বিষয়টিও ঘোষণা করা হয়। জানান হয়, কলকাতায় যেভাবে পাড়ায় সমাধান অ্য়াপ এর মাধ্য়মে বিভিন্ন পরিষেবার সমস্য়া শোনা হয় এবং চটজলদি (১৪ দিনের মধ্য়ে) সমাধানও করে ফেলা হয়। এবার ঠিক সেভাবেই রাজ্য়ের বাকি তিন পুরনিগমের ক্ষেত্রেও এই পাড়ায় সমাধান অ্য়াপের মাধ্য়মেই পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।