ত্রিপুরায় ২০১৮-তে ভোট পড়েছিল ৯১ শতাংশ, এ বার কত?

আগরতলা: বিকেল চারটে পর্যন্ত ৮১ শতাংশ ভোট পড়েছে ত্রিপুরায়। সকাল ৭টা থেকেই শুরু হয় ভোটগ্রহণ। সকাল থেকেই ত্রিপুরার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তি ছড়িয়েছে। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও প্রায় প্রতিটি বুথের বাইরেই লম্বা লাইন।

রাজনৈতিক প্রতিপক্ষদের সংঘর্ষ, ভোটারদের ভয় দেখানোর অভিযোগ, বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই হল ত্রিপুরার ভোটগ্রহণ। সিইও বলেছেন, প্রায় ৫০টি বুথে ইভিএম ত্রুটির খবর পাওয়া গিয়েছিল। তবে সেই সব জায়গাতেই নতুন করে পাঠিয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া আবার শুরু হয়েছে। যেখানে প্রয়োজন সেখানে কমিশনের তরফে অতিরিক্ত বাহিনীও পাঠানো হয় বলে জানায় সংবাদ সংস্থা পিটিআই।

রাজ্য় নির্বাচন কমিশনের তথ্য় অনুযায়ী, ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বৃহস্পতিবার বিকেল ৪টে পর্যন্ত ভোট পড়ল ৮১.১১ শতাংশ। তবে লাইনে দাঁড়ানো ভোটাররা ভোট দেওয়ার পর শতাংশের ওই হিসাব অনেকটাই বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। কারণ, নির্ধারিত সময় বিকেল ৪টের সময়ও রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথের বাইরে প্রায় ৫০ হাজার ভোটার লাইনে দাঁড়িয়ে ছিলেন।

উল্লেখযোগ্য ভাবে, গত ২০১৮ সালের বিধানসভা ভোটে ত্রিপুরায় ভোট পড়েছিল ৯১ শতাংশ।

বিস্তারিত আসছে…

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?