আজ, বৃহস্পতিবার ত্রিপুরায় বিধানসভা উপনির্বাচন। চার কেন্দ্রের উপনির্বাচনে নিরাপত্তার কড়াকড়ি ব্যবস্থা করা হয়েছে। রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনে লড়াই করছেন ২২ জন প্রার্থী। এদিন সকাল সকাল ভোট দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। এবারে টাউন বড়দোয়ালী কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তিনি। সেখানে ভাগ্য নির্ধারণ হবে মুখ্যমন্ত্রী মানিক সাহার। সকালে ভোট শুরুর পর থেকে চারটি কেন্দ্র থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে। গন্ডগোল থামাতে পথে নেমেছেন পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপারও।
আগরতলা, সুরমার বিভিন্ন বুথ থেকে এদিন অশান্তির খবর মিলেছে। একইভাবে বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে টাউন বড়দোয়ালি ও যুবরাজনগর কেন্দ্র থেকেও। তৃণমূলের অভিযোগ, বিজেপির বাইক বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে একাধিক এলাকায়। ভোটারদের ভয় দেখানোর পাশাপাশি তৃণমূলের কর্মী-সমর্থকদের অহরহ হুমকি, মারধরের শিকার হতে হচ্ছে। এব্যাপারে পুলিশি ভূমিকায় যারপরনাই ক্ষুব্ধ তৃণমূল। একের পর এক অভিযোগ জমা পড়তে থাকে নির্বাচন কমিশনের দফতরে।
আরও পড়ুন :
উত্তরবঙ্গের তিন জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি
সাংবাদিকের রাহুল গোস্বামীর জীবনাবসান
দিদির নির্দেশেই কাজ করব বলেন শোভন, দিদি-ভাইয়ের সম্পর্ক অটুট ছিল, চিরদিনই থাকবে: বৈশাখী
সম্ভবত আজই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন উদ্ধাব ঠাকরে