প্রথম পাতা খবর অভিষেককে আটকাতেই ত্রিপুরায় জারি নয়া কোভিড নির্দেশিকা?

অভিষেককে আটকাতেই ত্রিপুরায় জারি নয়া কোভিড নির্দেশিকা?

314 views
A+A-
Reset

ডেস্ক: রবিবার শুরু হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফর। আগের দিন কোভিড টেস্ট নিয়ে নতুন নির্দেশিকা জারি করল ত্রিপুরার প্রশাসন। তৃণমূলের দাবি, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেককে আটকাতেই করোনাকে ঢাল করছে বিজেপি।

নির্দেশিকায় বলা হয়েছে, ২৬ অক্টোবরের পর থেকে যে সব রাজ্যের একাধিক জেলায় সংক্রমণের হার পাঁচ শতাংশের বেশি, সেই সব রাজ্যের কোনো ব্যক্তির ত্রিপুরায় আসার ৪৮ ঘণ্টা আগে আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট থাকা বাধ্যতামূলক।

পশ্চিমবঙ্গ ছাড়াও নির্দেশিকায় যে সব রাজ্যের উল্লেখ করা হয়েছে, তার মধ্যে রয়েছে কেরল, হিমাচল, সিকিম, মণিপুর, মিজোরাম, মেঘালয়, অরুণাচলপ্রদেশ, নাগাল্যান্ড। কিন্তু কেন নাম নেই দিল্লি অথবা অসমের? এমনই প্রশ্ন তুলছে তৃণমূল।

আরও পড়ুন: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ আতশবাজি উন্নয়ন সমিতি

তৃতীয়বারের জন্য বাংলায় ক্ষমতায় আসার পর, ২০২৩-এর বিধানসভা নির্বাচনে ত্রিপুরার দিকে নজর তৃণমূলের। তার আগে, আগামী ২৫ নভেম্বর ত্রিপুরায় পুরভোট। রবিবারই আগরতলায় একটি সভা করার কথা অভিষেকের। তার আগে এমন নির্দেশিকা জারির ঘটনায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, অভিষেককে আ‌টকাতে সব রকমের চেষ্টা করেছে বিজেপি। এ বার তারা করোনাকে ঢাল হিসেবে ব্যবহার করতে শুরু করেছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.