295
চূড়ান্ত উত্তপ্ত পরিস্থিতিতে আজ রবিবার ফলপ্রকাশ হচ্ছে ত্রিপুরার পুরভোটের। গণনা শুরু সকাল আটটা থেকে। গণনা কেন্দ্রের বাইরে রয়েছে কড়া নিরাপত্তার বেষ্টনী। মোতায়েন হয়েছে ত্রিস্তরিও নিরাপত্তা বলয়। মোট ১৩ টি গণনা কেন্দ্র থেকে ফলাফল জানানো হবে।
ভোটের দিন যেভাবে গোটা আগরতলা সহ ত্রিপুরা-জুড়ে বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছিল ত্রিপুরার বিরোধী দলগুলো, ফলপ্রকাশের দিনও সেই অশান্তির আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দিতে পারছে না কেউই।
এবারের নির্বাচনে ত্রিপুরার ৬টি নগর পঞ্চায়েত এবং ১৩ টি মিউনিসিপাল কাউন্সিলের ফলাফলের দিকে নজর সবার। সব মিলিয়ে ৩৩৪টি আসনের ফল প্রকাশ রবিবার।
ত্রিপুরার শাসক বিজেপি ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দিতায় ১১২ আসনে জিতে বসে রয়েছে। বাকি ২২২ আসনে মোট ৭৮৫ প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ।