ডেস্ক: কেন্দ্রীয় মন্ত্রীসভা সম্প্রসারণে ত্রিপুরাবাসীকে বড়ো উপহার দিলেন তিনি। এই প্রথম ত্রিপুরা থেকে কেউ ঠাঁই পেলেন কেন্দ্রীয় মন্ত্রিসভায়। ত্রিপুরার বিজেপি সাংসদ প্রতিমা ভৌমিক জায়গা পেয়ে গেলেন মোদীর মন্ত্রিসভায়। পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে বিজেপির সাংসদ হন প্রতিমা ভৌমিক।
দীর্ঘদিন থেকেই বিজেপি করে আসছেন প্রতিমা ভৌমিক। ত্রিপুরায় যখন বিজেপিকে দূরবীন দিয়ে খুঁজতে হত সেই সময়ও বিজেপিতে থেকেই কাজ করে গিয়েছেন প্রতিমা ভৌমিক। সেই ১৯৯১ তে বিজেপিতে যোগ দেন তিনি। সেই থেকেই সক্রিয় সদস্য ছিলেন বিজেপির। ত্রিপুরায় বিজেপিকে ক্ষমতায় আনার পিছনে রয়েছে প্রতিমা ভৌমিকের মতো লড়াকু নেত্রীর অবদান। সাংসদ প্রতিমা ভৌমিক বিজেপির কর্মী-সমর্থক এবং ত্রিপুরাবাসীর কাছে ‘দিদি’ বলেই পরিচিত। সাংসদ প্রতিমা ভৌমিক কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পাওয়ায় ত্রিপুরার আরও উন্নতি হবে বলেই আশা করছেন আপামর ত্রিপুরাবাসী।
আরও পড়ুন: জন্মদিনের শুভেচ্ছা জানাতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ত্রিপুরায় বিধানসভা ভোটও রয়েছে সামনে। তার আগে কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রতিমা ভৌমিককে এনে চমক দিতে চাইছেন নরেন্দ্র মোদি, এমনটাই মত রাজনৈতিক মহলের।
এবারে সেই প্রতিমা ভৌমিককে মন্ত্রিসভায় এনে বিজেপি মূলত ত্রিপুরা রাজ্যে বিজেপির ভাঙন সামাল দেওয়ার যেমন চেষ্টা করলো, তেমনি ত্রিপুরার উন্নয়নের বার্তা দেওয়ারও একটা প্রচেষ্টা চালালো বলে মনে করছেন রাজনৈতিক মহল।