প্রথম পাতা খবর বেঁকে বসল ত্রিপুরা পুলিশ! মিলল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার অনুমতি

বেঁকে বসল ত্রিপুরা পুলিশ! মিলল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার অনুমতি

291 views
A+A-
Reset

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় অনুমতি দিল না পুলিশ। কী কারণে?

ডেস্ক: আগামী ১৫ সেপ্টেম্বর ত্রিপুরা সফরে যাওয়ার কথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওইদিনই পদযাত্রার আয়োজন করা হয়েছিল। তবে প্রস্তাবিত পদযাত্রায় অনুমতি দিল না ত্রিপুরা পুলিশ।

সোমবার ত্রিপুরা পুলিশের তরফে তৃণমূলকে জানিয়ে দেওয়া হয়, ওই দিনই ওই রুটে অন্য রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে। যে কর্মসূচির অনুমতি আগেই দিয়ে দেওয়া হয়েছে। তাই তৃণমূলের পদযাত্রার অনুমতি দেওয়া সম্ভব নয়।

তৃণমূল ক’দিন আগেই জানিয়েছিল, ১৫ তারিখ দুপুর ২টোয় ত্রিপুরার ওই পদযাত্রায় অংশ নেবেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক। সেই মতোই শুরু হয়েছিল প্রস্তুতি। প্রস্তাব মতো, আগরতলার রবীন্দ্রভবন থেকে চৌমোহনী পর্যন্ত পদযাত্রার আয়োজন করা হয়।

বাংলা দখলে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়া বিজেপিকে রুখে দিয়ে এ বার ত্রিপুরা জয়ে আত্মবিশ্বাসী তৃণমূল। ২০২৩-এ বিধানসভা ভোট সে রাজ্যে। এখন থেকে ক্রমশ সাংগঠনিক শক্তিবৃদ্ধি করছে তৃণমূল। ঘনঘন ত্রিপুরা সফর করছেন দলের উচ্চ নেতৃত্ব। ত্রিপুরা বেশ কিছু হেভিওয়েট নেতা থেকে অসংখ্য কর্ম-সমর্থক দলে দলে যোগ দিচ্ছেন তৃণমূলে। যা নিয়ে শাসক দল বিজেপির কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট।

আরও পড়ুন: বিজেপিকে হারাতে ত্রিপুরার মহিলা ভোটব্যাঙ্ক দখলই লক্ষ্য তৃণমূলের

উল্লেখ্য, এর আগের বার ত্রিপুরা সফরে গিয়ে আক্রান্ত হন অভিষেক। বিশ্রামগড়ে তাঁর কনভয়ে বিজেপি কর্মীদের হামলার অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে ত্রিপুরার রাজনীতি। অভিযোক, ত্রিপুরেশ্বরী মন্দিরের দিকে যাওয়ার সময় মাঝপথে তাঁর গাড়িতে লাঠির বাড়ি মারা হয়। এ ছাড়া দলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্যের নেতৃত্বে একটি কর্মসূচিতেও হামলার ঘটনা ঘটেছিল। এমনকী তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা টিম পিকে-র ২৩ জন সদস্যকে হোটেলবন্দি করা ও কোভিড বিধিভঙ্গের অভিযোগে মামলা রুজু করায় ত্রিপুরায় তৃণমূল-বিজেপির চাপানউতোর তুঙ্গে পৌঁছায়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.