ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে কুণাল ঘোষের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করল ত্রিপুরা পুলিশ

ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে কুণাল ঘোষের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করল ত্রিপুরা পুলিশ। সমন ইস্যু হয়েছে। ৩০ মে আদালতে হাজিরার নির্দেশ।

গতবছরের শেষের দিকে বেশ কয়েকবার ত্রিপুরায় গিয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেই সময় তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করেছিল পুলিশ। পাঁচটি থানা এলাকায় কুণাল ঘোষের বিরুদ্ধে মামলা হয়। যার মধ্যে অমরপুর থানার মামলাটি অন্যতম। সীতার পাতালপ্রবেশের কথা তুলে ধরে তাঁর মানসিক যন্ত্রণার কথা বলেছিলেন কুণাল ঘোষ। তাঁর দাবি ছিল, ‘জয় সীতারাম’ স্লোগানকে বিকৃত করে বা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ‘সীতা’কে বাদ দিয়ে ‘জয় শ্রীরাম’ করা হয়েছে। তৃণমূল নেতা অভিযোগ করেন, ‘রামরাজ্যে’ অপমানিত সীতা’। এরপরই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে ত্রিপুরা পুলিশ। ধর্মবিশ্বাসে আঘাত করার অভিযোগে মামলা দায়ের হয়। 

ধর্মীয় ভাবাবেগে আঘাত সংক্রান্ত মামলায় কুণাল ঘোষের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। এব্যাপারে ৩০ মে কুণাল ঘোষকে হাজিরার জন্য নির্দেশ দিয়েছে আদালত। কুণাল ঘোষ জানিয়েছেন, সব কিছু ঠিকঠাক থাকলে তিনি ৩০ মে আদালতে হাজিরা দেবেন। এই বিষয়ে কুণাল ঘোষ বলেন, “এটা হয়রানি করার জন্য মামলা। আমি নিজেও হিন্দু। কোনও ধর্মকে আমি ছোট করি না। 

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক