কোজাগরী লক্ষ্মী পুজোর আগের দিন অগ্নিমূল্য আনাজ বাজার

কলকাতা: রাত পোহালেই কোজাগরী লক্ষ্মী পুজো, কিন্তু পুজোর আয়োজন করতে গিয়ে মধ্যবিত্ত বাঙালির হিমশিম অবস্থা। বাজারে সবজির ও আনাজের মূল্যবৃদ্ধির ফলে হাত পুড়তে শুরু করেছে। ক্রমাগত বাড়ছে গৃহস্থের পকেটে চাপ, আর চোখে জল আসছে দামবৃদ্ধির ঝাঁঝে। সব থেকে বেশি দাম আনাজের।

দেবীকে ফল, মিষ্টি এবং নৈবদ্য সাজানোর জন্য প্রয়োজনীয় সামগ্রীর দামও আকাশছোঁয়া। লক্ষ্মী পুজো উপলক্ষে আনাজ বাজারে দাম দু’দিনের মধ্যে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। ফল, ফুল ও আনাজের পাশাপাশি মূর্তির দামও বৃদ্ধি পেয়েছে, যা গৃহস্থদের জন্য এক নতুন চাপ সৃষ্টি করেছে।

দেবীকে ফল, মিষ্টি-সহ নৈবদ্য সাজিয়ে দেওয়ার রীতি। কিন্তু ধনদেবীর পুজোর আয়োজন করতে গিয়ে পকেটে টান পড়ছে গেরস্থের। সব মিলিয়ে লক্ষ্মীপুজোর বাজার সারতে কালঘাম ছুটছে গৃহস্থের।

তবে ব্যবসায়ীদের একটা অংশ বলছেন, আনাজের দাম দুর্গাপুজোর সময় আরও বেশি ছিল। মরসুমি ফলের বাইরে কয়েকটি ফল বা ছাঁচের লক্ষ্মীমূর্তির দাম হয়তো কিছুটা চড়া। তবে, অন্যান্য বছর থেকে এ বার খুব একটা আলাদা নয় বাজারদর।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক