মার্কিন যুক্তরাষ্ট্রে ফের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! সমর্থকদের জানালেন কৃতজ্ঞতা

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে  ‘বিপুল জয়ের’ দোরগড়ায় দাঁড়িয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বুধবার সমর্থকদের উদ্দেশে ধন্যবাদ জানিয়ে তিনি এই জয়কে “আমেরিকান জনগণের জন্য এক মহৎ বিজয়” বলে অভিহিত করেন। গত ১৩ জুলাই তাঁর ওপর চালানো হত্যাচেষ্টার প্রসঙ্গে তিনি বলেন, “ঈশ্বর আমাকে একটি উদ্দেশ্য নিয়ে বাঁচিয়ে রেখেছেন।”

৭৮ বছর বয়সী ট্রাম্প বর্তমানে ২৬৭টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন, যা ২৭০-এর বিজয় সীমার মাত্র তিনটি কম। অন্যদিকে, বর্তমান ভাইস প্রেসিডেন্ট এবং প্রতিদ্বন্দ্বী কামালা হ্যারিস ২২৪ ইলেক্টোরাল ভোট পেয়ে পিছিয়ে রয়েছেন।

রিপাবলিকান প্রচারাভিযানকে “সর্বকালের শ্রেষ্ঠ রাজনৈতিক আন্দোলন” হিসেবে বর্ণনা করে ট্রাম্প বলেন, “আমরা আমাদের দেশকে সুস্থ করে তুলব, আমাদের সীমান্ত সুরক্ষিত করব এবং আজকের এই জয় ইতিহাসের জন্য একটি কারণেই এসেছে। আমি আমেরিকান জনগণকে ধন্যবাদ জানাতে চাই। আমি আপনাদের এবং আপনাদের পরিবারের জন্য আমার শরীরের প্রতিটি শ্বাস-প্রশ্বাস দিয়ে লড়াই করব।”

ট্রাম্প আরো বলেন যে ডেমোক্র্যাটরা এখন এক বিশাল ইলেক্টোরাল ভোটের ফলাফল দেখছে, যা ৩১৫ ভোটে পৌঁছাতে পারে।

ট্রাম্পের বিজয়ের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে সাতটি সুইং বা ব্যাটলগ্রাউন্ড রাজ্যে রিপাবলিকানদের সুইপ জয়। ২০২০ সালের নির্বাচনে যেখানে ৬-১ ব্যবধানে ডেমোক্র্যাটদের পক্ষে ছিল, এবার সেই সাতটি রাজ্যেই ট্রাম্প এগিয়ে আছেন। ইতিমধ্যে জর্জিয়া, পেনসিলভানিয়া এবং নর্থ ক্যারোলাইনা রিপাবলিকানরা জয় করেছে, এবং অ্যারিজোনা, উইসকনসিন, মিশিগান এবং নেভাদায় এগিয়ে রয়েছে।

রিপাবলিকানদের বিজয় আরও বড় করে তুলেছে এই বাস্তবতা যে, তারা সেনেটের নিয়ন্ত্রণও পেয়ে গিয়েছে এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভস নির্বাচনে এগিয়ে রয়েছে।

বিজয় বক্তৃতায় ট্রাম্প নিজেদের সমর্থক, রানিং মেট জেডি ভ্যান্স, স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং সন্তানদের ধন্যবাদ জানান। এছাড়া তিনি টেসলা এবং এক্স-এর সিইও ইলন মাস্ককেও বিশেষ ধন্যবাদ জানান, যিনি প্রথম থেকেই ট্রাম্পের প্রতি তাঁর সমর্থন ব্যক্ত করে আসছেন।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে