বছরের প্রথম দিনই একের পর এক দুর্যোগ জাপানে। ভূকম্পণ গবেষণা সংস্থা জানিয়েছে, সোমবার মধ্য জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। সুনামি সতর্কতার সঙ্গেই এলাকার লোকজনকে অপেক্ষাকৃত উঁচু জায়গায় সরে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছে প্রশাসন।
ভূমিকম্পের পরই গোটা দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রের ঢেউ অনেক উঁচু পর্যন্ত উঠতে শুরু করেছে। উপকূলবর্তী এলাকার লোকেদের অন্যত্র সরানোর কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে এই ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি।
হাওয়াই-ভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, জাপান উপকূলে ভূমিকম্পের কেন্দ্রস্থলের ৩০০ কিলোমিটারের মধ্যে বিপজ্জনক সুনামি তরঙ্গ সম্ভাবনার কথা জানিয়েছে।
ইশিকাওয়া প্রিফেকচারের ওয়াজিমা শহরে ১.২ মিটার উচ্চতার সুনামি আসার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কিন্তু জাপান মেট্রোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানিয়েছে, একই অঞ্চলের নোটো এলাকায় পাঁচ মিটার উচ্চতার সুনামি আসার সম্ভাবনা ছিল।
জেএমএ জানিয়েছে, জাপানের প্রধান দ্বীপ হোনশুর পাশে জাপান সাগরের নোটো অঞ্চলে স্থানীয় সময় বিকেল ৪টে ০৬ মিনিটে ৫.৭ মাত্রার কম্পন শুরু হয়।
এর পরে বিকেল ৪টে ১০ মিনিটে ৭.৬ মাত্রার ভূমিকম্প, বিকেল ৪টে ১৮ মিনিটে ৬.১ মাত্রার ভূমিকম্প, বিকেল ৪টে ২৩ মিনিটে ৪.৫ মাত্রার একটি, বিকেল ৪টে ২৯ মিনিটে ৪.৬ মাত্রার ভূমিকম্প, বিকেল ৪টে ৩২ মিনিটে ৪.৮ মাত্রার ভূমিকম্প হয়। এর পরপরই ৬.২ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।