তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে এক ভারতীয়র মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তুরস্কের ভারতীয় দূতাবাস টুইটারে জানিয়েছে, ৬ ফেব্রুয়ারি তুরস্কে ভূমিকম্পের পর থেকে নিখোঁজ বিজয় কুমারের মৃতদেহ পাওয়া গিয়েছে। একটি হোটেলের ধ্বংসস্তূপের মধ্যে থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।
জানা গিয়েছে, ব্যবসার কাজে তুরস্কে গিয়েছিলেন বিজয় কুমার নামে ওই ব্যক্তি। তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দূতাবাস। জানানো হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব তাঁর দেহ পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
এর আগে, দূতাবাস জানিয়েছিল, এখনও পর্যন্ত তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে কোনো ভারতীয় আটকে পড়ার খবর পাওয়া যায়নি। তুরস্কে হাজার তিনের ভারতীয় রয়েছেন এবং বেশিরভাগ মানুষ ভূমিকম্প প্রভাবিত এলাকা থেকে দূরে রয়েছেন।
প্রসঙ্গত, সোমবার দফায় দফায় বিধ্বংসী ভূমিকম্পের পরে দক্ষিণ ও মধ্য তুরস্ক এবং উত্তর ও পশ্চিম সিরিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধুই ধ্বংসের ছবি। মৃত্যু হয়েছে ২৪ হাজারেরও বেশি মানুষের। এখনও ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা করছে প্রশাসন। উদ্ধার ও ত্রাণকার্যে সহযোগিতার হাত বাড়িয়েছে ভারত-সহ বিভিন্ন দেশ।