ডেস্ক: আগামী ৩১ জুলাইয়ের মধ্যে দ্বাদশের ফল প্রকাশ করতে। এদিন সব রাজ্যকে নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলেছে,রাজ্য বোর্ডগুলির দ্বাদশের পরীক্ষার্থীদের মূল্যায়নের পরিকল্পনা তৈরি করে এবং সেই মূল্যায়ন ফর্মুলার ভিত্তিতে ৩১ জুলাইয়ের মধ্যে ফলপ্রকাশ আবশ্যিক।
সুপ্রিম কোর্ট বলেছে,রাজ্য বোর্ডগুলির দ্বাদশের পরীক্ষার্থীদের মূল্যায়নের পরিকল্পনা তৈরি করে এবং সেই মূল্যায়ন ফর্মুলার ভিত্তিতে ৩১ জুলাইয়ের মধ্যে ফলপ্রকাশ আবশ্যিক। সেইসঙ্গে আদালত বলেছে, কীভাবে মূল্যায়ন তা দশ দিনের মধ্যে জানাতে হবে। এদিন এই বার্তা দেশের শীর্ষ আদালত স্পষ্ট করেছে।
প্রসঙ্গত, দেশের ৬ টি রাজ্যে এই দ্বাদশের পরীক্ষা হয়েছে। ২১ টি রাজ্যে তা বাদ রয়েছে। সেক্ষেত্রে বোর্ডগুলি নিজের মতো করে এর মূল্যায়ন প্রক্রিয়ার রূপরেখা স্থির করছে। এই বিষয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, সমস্ত রাজ্যের বোর্ডের মূল্যায়ন প্রক্রিয়া যে একইরকমের হবে, একথা বলছে না আদালত। আদালত জানিয়েছে,’সারা দেশে মূল্যায়ন প্রক্রিয়া একরকম করা সম্ভব নয়।’
আরও পড়ুন: নন্দীগ্রাম মামলা কৌশিক চন্দের বেঞ্চ থেকে সরানোর আর্জি,স্থগিত রায়দান
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে সুপ্রিম কোর্ট সিবিএসই ও সিআইএসসিই বোর্ডের পরীক্ষার্থীদের মূল্যায়নের জন্য বিকল্প মানদণ্ড স্থির করতে দুই সপ্তাহ সময় দিয়েছিল। দুটি বোর্ডই গত সপ্তাহে মূল্যায়নের মাপকাঠি সম্পর্কে সুপ্রিম কোর্টকে জানিয়েছে। আদালত এই মূল্যায়ন ফর্মুলা অনুমোদন করেছে এবং একে যুক্তিযুক্ত বলে আখ্যা দিয়েছিল। রাজ্য বোর্ডগুলির মতো সিবিএসই ও সিআইএসসিই-র আয়োজিত পরীক্ষার ফলাফলও ৩১ জুলাইয়ের মধ্যে প্রকাশ করতে হবে।