মঙ্গলবার রাত (ইংরেজি মতে বুধবার) জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর। প্রথম কম্পন রাত ১টা ৫৪ মিনিটে এবং দ্বিতীয়টি রাত ২টো ২৬ মিনিটে অনুভূত হয়। রিখটার স্কেলে প্রথমটির মাত্রা ছিল ৫.২, দ্বিতীয়টি ছিল ২.৫। আতঙ্কে অনেকেই ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজির তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পের উৎস ছিল মণিপুরের চুড়াচাঁদপুর, মাটির ৪০ কিমি গভীরে। দ্বিতীয়টি হয় ননে জেলায়, ২৫ কিমি গভীরে।
এই কম্পন মেঘালয়, ত্রিপুরা, অসম ও বাংলাদেশের বেশ কিছু জায়গায়ও অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, কম্পনের উৎস ছিল মণিপুরের মইয়াং এলাকা। মিয়ানমারেও কম্পন টের পাওয়া গেছে। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।
এ দিন আরও কয়েকটি জায়গায় ভূমিকম্প হয়েছে। রাত ১০টা ১৬ মিনিটে তিব্বতে ৩.২ মাত্রার কম্পন হয়, উৎস ছিল মাটির ১০ কিমি গভীরে। মিয়ানমারে সন্ধ্যায় দুটি ভূমিকম্প হয় — একবার বিকাল ৪টে ৫৪ মিনিটে (৪ মাত্রা) ও আবার রাত ৯টা ৪২ মিনিটে (৪.৫ মাত্রা)। পাকিস্তানেও সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ৪.২ মাত্রার ভূমিকম্প হয়।