Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
জঙ্গি-যোগের অভিযোগ, হাওড়ায় গ্রেফতার ২ উচ্চশিক্ষিত যুবক - NewsOnly24

জঙ্গি-যোগের অভিযোগ, হাওড়ায় গ্রেফতার ২ উচ্চশিক্ষিত যুবক

হাওড়া: জঙ্গি-যোগের অভিযোগে গ্রেফতার দুই। দ্বিতীয় হুগলি সেতু থেকে ধাওয়া করে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয় বলে দাবি কলকাতা পুলিশের এসটিএফ-এর।

জানা গিয়েছে, ধৃত একজনের নাম মহম্মদ সাদ্দাম, অন্যজনের নাম সইদ আহমেদ। ধৃতদের শনিবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। ১৯ জানুয়ারি পর্যন্ত ধৃত দু’জনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

এসটিএফ সূত্রে খবর, হাওড়া থানা এলাকার ৫৫ নম্বর আফতাবউদ্দিন মুন্সি লেনের বাসিন্দা সাদ্দাম। শিবপুরের গোলাম হোসেন লেনের বাসিন্দা সৈয়দ আহমেদ। দু’জনেরই বয়স বছর তিরিশের মধ্যে। সাদ্দাম এমটেক পাশ করেছিলেন একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে। অন্য দিকে, সৈয়দ পড়াশোনা করেছিলেন কোম্পানি সেক্রেটারি নিয়ে। ধৃতদের কাছ থেকে একটি ল্যাপটপ, ২টি মোবাইল ফোন পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর।

এসটিএফ সূত্রে দাবি, আগ্নেয়াস্ত্র জোগাড়ের ছক ছিল ধৃত দুই সন্দেহভাজন জঙ্গির। খিদিরপুরে গোপন বৈঠকের ছক ছিল তাঁদের। ফান্ড জোগাড়ের কাজও করছিলেন। যদিও সমস্ত বিষয়ই তদন্তসাপেক্ষ।

তবে সাদ্দামের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁর পরিবার। কী কারণে তাঁর বাড়িতে তল্লাশি চলল পরিবারের কাছে সেটাও স্পষ্ট নয়। দুই বন্ধুকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরা।

Related posts

যুবভারতী-কাণ্ডে ধৃত শতদ্রু দত্তের ১৪ দিনের পুলিশ হেফাজত, আদালত চত্বরে তীব্র উত্তেজনা

রেশন বরাদ্দে বদল: জানুয়ারি থেকে চাল কমে গম বাড়ছে, কেন্দ্রের সিদ্ধান্তে উদ্বেগ রাজ্যে

প্রতীক্ষার অবসান: আগামী সপ্তাহ থেকে বিমানবন্দর–শহিদ ক্ষুদিরাম সরাসরি মেট্রো পরিষেবা