প্রথম পাতা খবর ‘বডি পড়বেই…’, নবান্ন অভিযান নিয়ে গোপন ভিডিওকাণ্ডে আটক দুই বিজেপি নেতা

‘বডি পড়বেই…’, নবান্ন অভিযান নিয়ে গোপন ভিডিওকাণ্ডে আটক দুই বিজেপি নেতা

316 views
A+A-
Reset

নবান্ন অভিযান। প্রতীকী ছবি

কলকাতা: আগামীকাল, মঙ্গল নবান্ন অভিযান। ছাত্র সংগঠনের নামে ডাকা এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে বিজেপি। সোমবার সকালে এক সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দাবি করেন, তাঁদের হাতে এমন দু’টি গোপন ভিডিয়োএসেছে, যেখানে দাবি করা হচ্ছে, মঙ্গলবার নবান্ন অভিযান ঘিরে অশান্তির চক্রান্ত করা হচ্ছে। এর পরে কুণাল ওই ভিডিয়ো দু’টি প্রকাশ করেন।

ওই ভিডিওয় না কি বলতে শোনা গিয়েছে, ‘‘বডি পড়বেই। রাবার বুলেট চলবে।’’ ভিডিওটি বক্তব্য তুলে ধরে পুলিশের পোশাক পরে গুলি চালানোও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। দুটি ভিডিও দেখিয়ে তৃণমূল নেতার আরও দাবি, গুলি চালানো এমনকী ওই মিছিল থেকে ইচ্ছাকৃতভাবে খুনের ষড়যন্ত্রও করা হতে পারে। এই ভিডিওর সূত্র ধরেই পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দুই বিজেপি নেতাকে আটক করল পুলিশ। ধৃতদের নাম বাবলু গঙ্গোপাধ্যায় এবং সৌমেন চট্টোপাধ্যায়।

আনন্দবাজার অনলাইনের রিপোর্ট অনুযায়ী, তৃণমূলের প্রকাশ্যে আনা ভিডিয়োয় তাঁদের দেখা গিয়েছে। বাবলু ঘাটাল মহকুমার অন্তর্গত ঘাটাল থানার খড়ার পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের একমাত্র বিজেপি কাউন্সিলর। তবে এখনও একজন পলাতক। তাঁর নাম বিপ্লব মাল। তিনি চন্দ্রকোনা ২ ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি। তাঁর খোঁজে তল্লাশি চলছে বলে খবর মিলেছে পুলিশ সূত্রে।

প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের সুবিচার, মুখ্যমন্ত্রী-স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে এক সংগঠন। তারা অবশ্যই এ ধরনের ভিডিওর কথা অস্বীকার করেছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.