প্রথম পাতা খবর বিজেপিতে আবারও বিধায়কদের বিক্ষোভের বাতাবরণ, এবার নিরাপত্তা ছাড়তে চাইলেন দুই বিজেপি বিধায়ক

বিজেপিতে আবারও বিধায়কদের বিক্ষোভের বাতাবরণ, এবার নিরাপত্তা ছাড়তে চাইলেন দুই বিজেপি বিধায়ক

280 views
A+A-
Reset

বিজেপির অন্দরে বিদ্রোহের ঢেউ অব্য়াহত। এবার আবারও একবার বিজেপির বিদ্রোহের শিরোনামে উঠে এল দুই বিধায়কের নাম। এই দুই বিধায়কই হলেন এই মুহূর্তে বঙ্গ বিজেপিতে অন্য়তম উত্তপ্ত জেলা তথা বিদ্রোহের আঁতুড়ঘর বাঁকুড়া থেকে নির্বাচিত। এই দুই বিধয়াক প্রায় একইসঙ্গে তাঁদের জন্য় বরাদ্দ কেন্দ্রীয় নিরাপত্তা ফিরিয়ে নেওয়ার আবেদন জানালেন কেন্দ্রীয় স্বরাস্ট্রমন্ত্রককে।

সংগঠনের দায়ীত্ব বন্টন নিয়ে আগে থেকেই দলের মধ্য়ে জমা হয়েছে পুঞ্জিভূত ক্ষোভ। এবার তার সঙ্গে তাল মিলিয় ঘটছে একের পর এক বিস্ফোরণ। রাজ্য়ের বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিদিনই মাথা চাড়া দিচ্ছে বিজেপির বিরুদ্ধে দলীয় বিক্ষোভ।

আগেই দেখা গিয়েছে সংগঠনের রদবদল নিয়ে প্রকাশ্য়েই নিজেদের ক্ষোভ উগরে দিয়েছিলেন বিজেপি থেকে নির্বাচিত বাঁকুড়া জেলার একাধিক বিধায়ক। একটার পর একটা ঘটনায় বারবার সামনে এসেছে বাঁকুড়া বিজেপির বিদ্রোহ। এবার ফের একবার খবরের শিরোনামে জায়গা করে নিল বিজেপির বাঁকুড়া জেলা। সৌজন্য়ে বাঁকুড়ার দুই বিজেপি বিধায়ক অমর নাথা শাখা ও নির্মল ধাড়া।

জানা গিয়েছে এই দুই বিজেপি বিধায়কই তাঁদের জন্য় বরাদ্দ কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী প্রত্য়াহার করে নেওয়ার আবেদন জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এই মর্মে ইতিমধ্য়ে পৃথক পৃথকভাবে চিঠিও পাঠিয়েছেন এই দুই বিধায়ক। তাঁর ব্য়াক্তিগত কারণেই নাকি নিরাপত্তা ছাড়তে চেয়েছেন বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন। যদিও তাঁদের এই বক্তব্য়ে আস্বস্ত হতে পারছে না দল। এই ঘটনায় বরং দল সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছে। মনে করা হচ্ছে এই দুই বিধায়কও দ্রুত দল বদল করে তৃণমূলে নাম লেখাতে চলেছেন, আর সেই কারণেই এভাবে নিরাপত্তা প্রত্য়াহারের আবেদন জানিয়েছেন তাঁরা। ঠিক যেভাবে এর আগেও বিজেপির একাধিক বিধায়ক দলত্য়াগ করার আগের মুহূর্তে নিরাপত্তা ছেড়েছিলেন। যদিও এই ব্য়াপারে এখনই প্রকাশ্য়ে সেভাবে কোনও মন্তব্য় করেনি কোনও পক্ষই। এখন তাই দেখার বিষয়, আগামী দিনে এই ঘটনার জল শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.