পহেলগাঁও হামলার ঘটনায় গ্রেফতার দুই ‘আশ্রয়দাতা’, ফাঁস তিন জঙ্গির নাম

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় পাকিস্তানি জঙ্গিদের হাতে নিহত হয়েছিলেন ২৬ জন। সেই ঘটনার দু’মাস পরে, জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) রবিবার জানিয়েছে যে, তারা এই হামলার সঙ্গে যুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। অভিযোগ, এই দুই ব্যক্তি জঙ্গিদের আশ্রয় দেওয়া-সহ বিভিন্ন ভাবে সাহায্য করেছিল।

গ্রেফতার হওয়া দুই ব্যক্তির নাম পরভেজ আহমেদ জোথার ও বশির আহমেদ জোথার। তারা তদন্তকারীদের কাছে তিন জঙ্গির নামও ফাঁস করেছে, যারা ২২ এপ্রিলের ভয়াবহ হামলায় যুক্ত ছিল। ওই হামলায় ২৫ জন পর্যটক ও এক স্থানীয় বাসিন্দা প্রাণ হারান।

সংবাদ সংস্থা এনআইএ-র রিপোর্টে এনআইএ-র বিবৃতি উদ্ধৃত করে বলা হয়েছে, “পহেলগাঁও হামলার তদন্তে বড় সাফল্য এসেছে। দুই স্থানীয় বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে, যারা হামলাকারী জঙ্গিদের আশ্রয় দিয়েছিল। এই হামলায় ২৬ জন নিরীহ মানুষ নিহত ও ১৬ জন গুরুতর আহত হন।”

তদন্তে আরও জানা গিয়েছে, পরভেজ ও বশির আগে থেকেই জানত তারা কাদের আশ্রয় দিচ্ছে। তারা হিল পার্ক এলাকার এক মরসুমি ধকে (ছোট কুঁড়েঘর) তিন সশস্ত্র জঙ্গিকে আশ্রয় দিয়েছিল। এই তিন জনই পাকিস্তানের নাগরিক ও নিষিদ্ধ লস্কর-ই-তৈবা (LeT)-র সদস্য।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “এই দুই ব্যক্তি জঙ্গিদের খাওয়া-দাওয়া, আশ্রয় ও যাতায়াতের ব্যবস্থা করেছিল। ওই জঙ্গিরা ঘটনার দিন ধর্ম জিজ্ঞাসা করে হিন্দু পর্যটকদের নিশানা করেছিল। এটি দেশের ইতিহাসে অন্যতম নৃশংস সন্ত্রাসবাদী হামলা।”

এই দুই দোষীকে অবৈধ কার্যকলাপ (প্রতিরোধ) আইন, ১৯৬৭ (UAPA)-এর ১৯ নম্বর ধারায় গ্রেফতার করা হয়েছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক