Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
মন্ত্রী মলয় ঘটক, ইন্দ্রনীল সেনের উপস্থিতিতে আসানসোলে শুরু দুদিনের সঙ্গীত উৎসব - NewsOnly24

মন্ত্রী মলয় ঘটক, ইন্দ্রনীল সেনের উপস্থিতিতে আসানসোলে শুরু দুদিনের সঙ্গীত উৎসব

আসানসোলের রবীন্দ্র ভবনে শুক্রবার থেকে শুরু হলো দুদিনব্যাপী আসানসোল সঙ্গীত উৎসব। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের সহযোগিতায় আসানসোল সংস্কৃতি মঞ্চ এই উৎসবের আয়োজন করেছে।

শুক্রবার সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে এই উৎসবের উদ্বোধন করেন রাজ্যের পর্যটন প্রতিমন্ত্রী ও সঙ্গীত শিল্পী ইন্দ্রনীল সেন এবং আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, মহকুমাশাসক বিশ্বজিৎ ভট্টাচার্য, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এবং মেয়র পারিষদ গুরুদাস চট্টোপাধ্যায়।

উদ্বোধনী ভাষণে মন্ত্রী ইন্দ্রনীল সেন জানান, মলয় ঘটকের অনুরোধে আসানসোলে এই সঙ্গীত উৎসব আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, এই উৎসবে কলকাতার শিল্পীদের পাশাপাশি স্থানীয় শিল্পীদেরও পারফর্ম করার সুযোগ থাকবে, যা নতুন প্রতিভা তুলে ধরতে সাহায্য করবে।

মন্ত্রী আরও জানান, আসানসোলে এই প্রথমবার শিশু চলচ্চিত্র উৎসব আয়োজন করা হচ্ছে। ২১-২৩ মার্চ চলবে এই উৎসব, যার উদ্যোগ নিয়েছে রাজ্য তথ্য ও সংস্কৃতি বিভাগের শিশু কিশোর একাডেমি।

দুদিনের আসানসোল সঙ্গীত উৎসবে পারফর্ম করবেন ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, তৃষা পাড়ুই, সুজয় ভৌমিক, অরিত্র দাসগুপ্ত ও ঐতিহ্য রায়ের মতো খ্যাতনামা শিল্পীরা। পাশাপাশি, স্থানীয় শিল্পীরাও তাঁদের সংগীত পরিবেশন করবেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

Related posts

শুধু কলকাতায় কেন? আইপ্যাক অভিযানে ‘তথ্য চুরি’র অভিযোগ, ইডিকে নিশানা অভিষেকের

আইপ্যাক অভিযান নিয়ে মুখ খুললেন সিপি

এসআইআর শুনানি নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, কমিশনকে পঞ্চম চিঠি