শহরে ফের জোড়া অগ্নিকাণ্ড! শুক্রবার দুপুরে সল্টলেক সেক্টর ফাইভের একটি রাসায়নিক কারখানায় আগুন লাগার কয়েক ঘণ্টার মধ্যেই শুক্রবার রাতে ফের অগ্নিকাণ্ড ঘটল নিউ টাউনে। একের পর এক ঘটনায় চরম উদ্বেগ ছড়িয়েছে শহরবাসীর মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় ৮টা নাগাদ নিউ টাউনের সেন্ট্রাল মলের ঠিক পিছনে একটি সাইকেল শোরুম থেকে হঠাৎ আগুন দেখা যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে, চারদিকে ছড়ায় আতঙ্ক। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। টানা আড়াই ঘণ্টার প্রচেষ্টায় রাত সাড়ে ১০টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। এখনো পর্যন্ত হতাহতের কোনও খবর নেই, তবে আগুন লাগার সঠিক কারণ স্পষ্ট নয়।
এর কিছু আগেই দুপুরে সল্টলেক সেক্টর ফাইভের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন লাগে। দাউদাউ করে জ্বলে ওঠে কারখানাটি। একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। সেখানে পাঠানো হয়েছিল দমকলের পাঁচটি ইঞ্জিন, আগুন আয়ত্তে আনতে সময় লেগেছিল প্রায় তিন ঘণ্টা।
এর মাত্র তিন দিন আগেই ঘটে গিয়েছে শহরের অন্যতম বড় ট্র্যাজেডি—মেছুয়াবাজারে ঋতুরাজ হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারান ১৪ জন। অধিকাংশের মৃত্যু হয় দমবন্ধ হয়ে। ইতিমধ্যেই ওই ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এক সপ্তাহের মধ্যে শহরে তিনটি বড় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশ্ন উঠছে, আগুন প্রতিরোধে কি যথাযথ ব্যবস্থা রয়েছে বিভিন্ন বাণিজ্যিক ও আবাসিক এলাকায়?