রবীন্দ্র সরোবর প্রবেশদ্বারে কেএমডিএ থেকে ছট পুজো না করার বিজ্ঞপ্তি। ছবি: রাজীব বসু
সাধনা দাস বসু : দূষণ নিয়ন্ত্রণে ছট পুজোয় দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর ও উত্তর কলকাতার সুভাষ সরোবর দু’দিন সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার রাত ৮ টা থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত এই দুই সরোবরের প্রবেশ দ্বার বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে। পাশাপাশি ডিসি পদমর্যাদার একজন অফিসারের নেতৃত্বে এই দুই সরোবরের নিরাপত্তায় প্রায় ৫০০ পুলিশ কর্মী নিয়োগ করা হবে।
ছট উপলক্ষে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কলকাতার রাস্তায় প্রায় ৫ হাজার পুলিশ কর্মী মোতায়েন থাকবে। নদ-নদী ও জলাশয়গুলোতে থাকবে কঠোর নজরদারি। নদীর বিভিন্ন ঘাটে বিপর্যয় মোকাবিলায় ৭৭টি দলকে মোতায়েন করা হবে বলে জানা গিয়েছে।