অটো যেতে না চাওয়ায় বন্দুক উঁচিয়ে হুমকি গড়িয়ায়, গ্রেফতার ২

অটো চালককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি। প্রতীকী ছবি

কলকাতা: চালক পছন্দ মতো রুটে যেতে না চাওয়ায়, অটো চালককে গুলি চালানোর হুমকি। অভিযোগ, গড়িয়া অটো স্ট্যান্ডের কাছে দামি গাড়ি থেকে নেমে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকি দেয় দুই যুবক। পুলিশ সূত্রে খবর, ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছে আগ্নেয়াস্ত্র কী ভাবে এল তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, আজ ভোর ৫টা নাগাদ দামি গাড়ি চড়ে মত্ত অবস্থায় গড়িয়া অটো স্ট্যান্ডে আসে দুই যুবক। অটো স্ট্যান্ডে গিয়ে সোনারপুর যেতে বলে অটো চালককে। কিন্তু অটো চালক যেতে রাজি হননি। এর পরই আগ্নেয়াস্ত্র উঁচিয়ে খুনের হুমকি দেয় বলে অভিযোগ।

প্রত্যক্ষদর্শীরা পাটুলি থানায় খবর দেয়। পুলিশ এসে ওই দুই অভিযুক্তদের গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ পেয়ে পাটুলি থানার পেট্রলিং ভ্যান আসে ঘটনাস্থলে। আগ্নেয়াস্ত্র-সহ ওই দুই যুবককে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। ধৃতদের নাম দীপায়ন দত্ত এবং চিরঞ্জিত কর্মকার।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন