ডেস্ক: ফের জ্বরের প্রকোপে শিশু মৃত্যু রাজ্যে। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুই শিশুর মৃত্যু হল। জ্বরে আক্রান্ত ছিল দুই শিশু জানা গিয়েছে। এই নিয়ে মালদহে গত ২দিনে ৫ জন শিশুর মৃত্যু হয়েছে।শিশু মৃত্যুর কারণ জানতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে বিশেষ কমিটি গঠন করল মালদহ জেলা স্বাস্থ্য দফতর। চিকিৎসকদের দাবি, রোগ চিহ্নিত করা হয়েছে। বেশিরভাগই নিউমোনিয়াতে আক্রান্ত। এছাড়াও রয়েছে মিস-সি’র (Multisystem Inflammatory Syndrome, MIS-C) প্রকোপ।
জ্বর, শ্বাসকষ্ট এবং শুকনো কাশির সমস্যা নিয়ে ওই দুই শিশু ভর্তি হয়েছিল। মৃতদের মধ্যে একজনের বাড়ি ঝাড়খণ্ডের রাজমহলে। অন্যজন মালদহের ভুতনি এলাকার। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। চিকিৎসার তেমন সুযোগ মেলেনি বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।
মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে খবর, মোট ১৬৪ জন শিশু ভর্তি রয়েছে এখানে। যদিও বেডের সংখ্যা ১২০। ফলে একই বেডে একাধিক শিশুকে রাখতেই হচ্ছে। অর্থাৎ এ কথা স্পষ্ট, যত দিন এগোবে বেডের অভাব একটা বড় সঙ্কট হয়ে উঠবে।
আরও পড়ুন: নেই তৃণমূলের সঙ্গে কট্টর বিরোধিতা, বিজেপির মোকাবিলা করতে সব দলের সঙ্গেই তারা আছেন: বিমান বসু
উত্তরবঙ্গের জেলা জলপাইগুড়ি থেকে শুরু হলেও অজানা জ্বরের প্রকোপ ইতিমধ্যেই বাকি জেলাগুলিতেও ছড়াতে শুরু করেছে। শুধু উত্তরেই নয়, দক্ষিণবঙ্গেও এখন পরিস্থিতি উদ্বেগের। বেশ কিছু হাসপাতালে স্বাস্থ্য পরিকাঠামো নিয়েও প্রশ্ন উঠেছে। একাধিক হাসপাতালের মেঝেতে শুইয়ে রাখতে হচ্ছে শিশুদের বলে অভিযোগ উঠছে।
উত্তরবঙ্গের জলপাইগুড়িতেই প্রথম শুরু হয়েছিল শিশুদের জ্বরের প্রকোপ। শতাধিক শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল। এখনও পর্যন্ত প্রায় ৫০০শিশু হাসপাতালে ভর্তি হয়েছেজ্বর, শ্বাসকষ্ট, সর্দি-কাশি নিয়ে। তাদের মধ্যে ২ শিশুর শরীরে ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাসের সংক্রমণ মিলেছে। জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালের সুপারের নেতৃত্বে সাতজনের একটি মনিটারিং দল গঠন করা হয়েছে।