এন্টালিতে তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় বিহার থেকে গ্রেফতার ২

কলকাতা: শিয়ালদহ ব্রিজ সংলগ্ন একটি পরিত্যক্ত আবাসন থেকে উদ্ধার ভিনরাজ্যের তরুণীর রক্তাক্ত দেহ। মঙ্গলবার তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশ। জানা যায়, মৃতার নাম অঞ্জলি কুমারী।

১৮ বছরের অঞ্জলির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিহার থেকে দু’জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। ধৃতদের নাম প্রেম রায় এবং মুন্না রায়। মঙ্গলবার রাতে তাঁদের বিহারের তর্জনী এলাকা থেকে গ্রেফতার করা হয়।

ঘ‌টনায় প্রকাশ, মঙ্গলবার সকালে তরুণীর দেহ উদ্ধার হয় এন্টালি এলাকার একটি পরিত্যক্ত আবাসন থেকে। পরে মৃতার নাম ও পরিচয় জানা যায়। জানা যায়, আদতে বিহারের বাসিন্দা অঞ্জলি কুমারী। সোমবারই চিত্তরঞ্জন কুমার নামে এক যুবকের সঙ্গে কলকাতায় আসেন। এই যুবকই পুলিশের কাছে খুনের অভিযোগ দায়ের করেন। চিত্তরঞ্জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, তাঁর বাড়ি বিহারের মোতিহারিতে। অঞ্জলির বাড়ি মধুবনীতে।

প্রাথমিক তদন্তে অনুমান, খুন করা হয়েছে বছর আঠেরোর ওই তরুণীকে। তবে কী কারণে এই খুন, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সম্পর্কজনিত জটিলতার ফলে খুন হয়ে থাকতে পারে‌ন অঞ্জলি। পুলিশ সূত্রে খবর, চিত্তরঞ্জনের দাদা মারা গিয়েছিলেন কিছু দিন আগে। এর পর বিধবা বউদির সঙ্গে বিয়ে ঠিক হয় তাঁর। চিত্তরঞ্জন যখন অঞ্জলিকে নিয়ে কলকাতায় আসেন, তার আগে বা পরে বিহার থেকে চলে এসেছিলেন তাঁর হবু শ্বশুরও। 

আরও পড়ুন: এন্টালিতে উদ্ধার তরুণীর রক্তাক্ত দেহ, চাঞ্চল্য

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন