ককপিটে হোলি উদ্‌যাপন, স্পাইসজেটের দুই পাইলটকে অপসারণ

বিমান চালানোর সময় হোলি উদ্‌যাপনের অভিযোগে নিজের দুই পাইলটকে ফ্লাইং ডিউটি ​​থেকে সরিয়ে দিল ভারতীয় বিমান সংস্থা স্পাইসজেট।

ঘটনায় প্রকাশ, ওই দুই পাইলট ফ্লাইট ডেকের সেন্টার কনসোলে এক কাপ কফি রেখেছিলেন। যেখান থেকে সামান্যমাত্র পানীয় ছিটকে গেলে যাত্রীদের নিরাপত্তাকে প্রভাবিত করতে পারত। গত বুধবার দিল্লি-গুয়াহাটি ফ্লাইটে দুই পাইলট এটা করেছিলেন বলে জানা যায়।

ইতিমধ্যেই পাইলটদের দায়িত্বহীনতার সেই ছবি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। দেখা যায় পাইলটরা কনসোলে গুজিয়া এবং এক গ্লাস কফি রেখেছিলেন। বিমানটি যখন ৩৭ হাজার ফুট উচ্চতায় উড়ছিল তখন উভয় পাইলট কফি এবং গুজিয়া উপভোগ করছিলেন। ছবিটি ভাইরাল হওয়ার পরে, নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ এই পাইলটদের চিহ্নিত করতে এবং অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য বিমান সংস্থাকে নির্দেশ দিয়েছিল।

স্পাইসজেট এয়ারলাইন্সের এক মুখপাত্র বলেছেন, ককপিটের ভিতরে খাবারের বিষয়ে সংস্থার কঠোর নীতি রয়েছে। সমস্ত বিমানকর্মীকে তা অনুসরণ করতে হবে। তদন্ত শেষে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এখনও পর্যন্ত দুজনেই রোস্টারের বাইরে রয়েছেন।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক