আনিস-কাণ্ডে দু’জন পুলিশকর্মীকে গ্রেফতার, জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে নবান্নে শিল্প বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আনিস খান হত্যাকাণ্ডে দু’জন পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, “যাতে তদন্ত নিরপেক্ষ হয়। ওই দুই পুলিশ কর্মী কোনওভাবেই যাতে তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে না পারে, সেই কারণেই দুই পুলিশ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।” তিনি আরও বলেন, ‘‘অভিযোগ যদি সঠিক হয় সেক্ষেত্রে সরকার অবশ্যই পদক্ষেপ করবে।’’

মুখ্যমন্ত্রী বিরোধীদের উদ্দেশ্যে বলেন, ‘‘আমি আন্দোলন করে বড় হয়েছি, আমাকে কেউ আন্দোলন শেখাবেন না। গতকাল কলকাতায় যা হয়েছে, তা অনভিপ্রেত। এভাবে রাস্তা আটকে আন্দোলন করা কোনওভাবেই উচিত নয়।’’

আনিস খান হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের দাবির বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, সিঙ্গুরে তাপসী মালিক হত্যা এবং রবীন্দ্রনাথের নোবেল পুরস্কারের তদন্তভার সিবিআই-এর উপরই ছিল, কিন্তু আজ পর্যন্ত সেই সমস্যাগুলির সমাধান অধরাই রয়ে গেছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই তদন্তের দাবিকে নসাৎ করে দিলেন। এরপর তিনি মনে করিয়ে দেন যে কোনও বিপদে রাজ্য পুলিশই মানুষের পাশে থাকে, সুতরাং রাজ্য পুলিশের উপর আস্থা রাখা উচিত। বার বার সিবিআই তদন্ত চেয়ে রাজ্য পুলিশের মনোবল ভেঙে দেওয়া উচিত নয়। তিনি আরও বলেন, এক্ষেত্রে তদন্ত সঠিকভাবেই হবে। দোষীরা শাস্তি পাবেই।  

মুখ্যমন্ত্রীর এই ঘোষণা থেকে প্রশ্ন উঠছে সেদিন গভীর রাতে পুলিশই আনিসের বাড়িতে গিয়েছিল অথচ থানা থেকে কেন বলা হল তারা পুলিশ পাঠায়নি?

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে