শিয়ালদহে দুই ট্রেনের ধাক্কা, এক চালককে সাসপেন্ড করল রেল

কলকাতা: শিয়ালদহ শাখায় দুই লোকাল ট্রেনের ধাক্কা। শিয়ালদহ কারশেডের কাছাকাছি ঘটে এই দুর্ঘটনা। কারশেডগামী লোকাল ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে রাণাঘাট লোকালের। বুধবার এই ঘটনায় এক চালককে সাসপেন্ড করল রেল।

রেল সূত্রে খবর, ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে রানাঘাট লোকাল ও ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে খালি ট্রেন কারশেডের দিকে যাচ্ছিল। শিয়ালদহ স্টেশন ছাড়ার পরেই দুটি ট্রেনের পাশাপাশি ধাক্কা লাগে। হতাহতের কোনো খবর নেই। এ দিন দুপুর ১২টা নাগাদ এই দুর্ঘটনার জেরে শিয়ালদহে ট্রেন পরিষেবায় ব্যাপক প্রভাব পড়ে। আপ ও ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। দুর্ভোগে পড়েন যাত্রীরা।

ঘটনার তদন্তে নেমে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, কারশেডগামী ট্রেনের চালকের ভুলেই ওই দুর্ঘটনা। সিগন্যাল অমান্য করেই এগিয়ে গিয়েছিলেন তিনি। তাতেই বাঁধে বিপত্তি। ‘সান্টিং লোকো পাইলট’ সিগন্যাল মানেননি বলেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে রেল। সিগন্যাল অমান্য করার কারণেই ওই চালককে প্রাথমিক ভাবে সাসপেন্ড করা হয়েছে। তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট এলে বাকি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে