ডেস্ক: ৩০ অক্টোবর উপনির্বাচন হয়েছে গোসাবা, খড়দহ, শান্তিপুর ও দিনহাটা বিধানসভা কেন্দ্রে । মঙ্গলবার ফল ঘোষণা হচ্ছে এই চার বিধানসভা কেন্দ্রের। সকাল থেকেই বিভিন্ন গণনা কেন্দ্রে শুরু হয়ে গিয়েছে ভোট গণনা। প্রাথমিক ট্রেন্ডে দেখা যাচ্ছে দাপটের সঙ্গে নিশান উড়িয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। এই কেন্দ্রগুলির মধ্যে দুটিতে বিজেপির দখল ছিল। তবে প্রাথমিক ট্রেন্ড বলছে, শুরু থেকেই কার্যত চালিয়ে ব্যাটিং করে যাচ্ছে ঘাসফুল শিবির।
দিনহাটায় এদিন গণনা শুরু হতেই দ্বিতীয় রাউন্ডের শেষে দেখা যাচ্ছে দাপটের সঙ্গে এগিয়ে রয়েছেন তৃণমূলের উদয়ন গুহ। দিনহাটায় বারো রাউন্ডের শেষে ১ লক্ষ ১ হাজার ৫০৯ ভোটে এগিয়ে তৃণমূল। সপ্তম রাউন্ডের জানা গিয়েছিল ৫৪ হাজার ০৩৩ ভোটে এগিয়ে তৃণমূল। শান্তিপুরে দ্বিতীয় রাউন্ডের শেষে প্রায় ৭ হাজার ভোটে এগিয়ে তৃণমূল। খড়দায় তৃতীয় রাউন্ডের শেষে ১২ হাজার ৮২৫ ভোটে এগিয়ে তৃণমূল।খড়দায় দ্বিতীয় রাউন্ডের শেষে বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে সিপিএম। গোসাবায় চোদ্দ রাউন্ডের শেষে ১ লক্ষ ২৪ হাজার ২৪৯ ভোটে এগিয়ে তৃণমূল। গোসাবায় সপ্তম রাউন্ডে ৬৮ হাজার ৬৭২ হাজার ভোটে এগিয়ে তৃণমূল।
আরও পড়ুন: কালীপুজোর আগে রাজ্যের কোভিড পরিসংখ্যানে খানিকটা স্বস্তি
কোথাও যেন কোনও গণ্ডগোল না হয়। কাল রাতেই ফোন করে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের জেতা আসন। ব্যবধান কত হয় সেটাই দেখার। বললেন খড়দার তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।