কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মতো সমস্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানকে স্থানীয় ভাষায় পাঠদানকে উৎসাহিত করার আহ্বান জানালেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান এম জগদেশ কুমার। জাতীয় শিক্ষানীতি (এনইপি ২০২০)-র মূল প্রস্তাবগুলির মধ্যে একটি ছিল এই স্থানীয় ভাষায় শিক্ষাদান।
সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের উদ্দেশে লেখা এক চিঠিতে ইউজিসি চেয়ারম্যান কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে পড়ুয়াদের জন্য স্থানীয় ও মাতৃভাষায় পাঠদান করার আহ্বান জানিয়েছেন। স্থানীয় ভাষার উপর এই জোর দেওয়া হয়েছে জাতীয় শিক্ষানীতির সুপারিশের ভিত্তিতে।
ইউজিসি চেয়ারম্যানের মতে, স্থানীয় ভাষা এবং মাতৃভাষায় শিক্ষাদান সামাজিক ও অর্থনৈতিক ভাবে সুবিধাবঞ্চিত গোষ্ঠীর পড়ুয়াদের উপকৃত করবে। কারণ এতে তাদের কাছে শিক্ষাগ্রহণ আরও মসৃণ হবে। তাঁর মতে, “বর্তমানে উচ্চ শিক্ষা মূলক ইংরাজিকেন্দ্রিক। কিন্তু একবার স্থানীয় ভাষায় পড়াশোনা এবং মূল্যায়ন শুরু করা হলে, পড়ুয়াদের সাফল্যের হার বৃদ্ধি পাবে। এর মাধ্যমে শিক্ষা অর্জনের প্রচেষ্টা উল্লেখযোগ্য ভাবে শক্তিশালী হয়ে উঠবে”।
এনইপি-র প্রস্তাবের উপর নির্ভর করে কমিশনের পরামর্শ, ইংরাজি মাধ্যমের কোর্স হলেও পরীক্ষার সময় পড়ুয়াদের নিজের নিজের স্থানীয় ভাষায় উত্তর লেখার অনুমতি দেওয়া উচিত। এর জন্য স্থানীয় ভাষায় মূল পাঠক্রমের অনুবাদ এবং পদ্ধতি ব্যবহার করতে বলেছে। এর জন্য স্থানীয় ভাষায় বই এবং অধ্যয়ন সামগ্রীর একটি তালিকা তৈরি করার জন্য বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলির প্রতি আহ্বান জানিয়েছেন ইউজিসি চেয়ারম্যান।