বাংলার ২ সহ দেশের ২১ বিশ্ববিদ্যালয় ভুয়ো

বাংলার ২ সহ দেশের ২১ বিশ্ববিদ্যালয় ভুয়ো। দেশব্যাপী চলতে থাকা ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে ইউজিসি। তালিকায় রয়েছে মোট ২১ টি এমন বিশ্ববিদ্যালয়, যেগুলি আসলে ভুয়ো। সেই ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে এই রাজ্যের দুটি বিশ্ববিদ্যালয়ও। এই রাজ্যের যে দু’টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বলে ঘোষণা করেছে ইউজিসি, সেগুলির দুটিই কলকাতার। একটি হল চৌরঙ্গির ইন্ডিয়ান ইনস্টিউট অব অল্টারনেটিভ মেডিসিন এবং অন্যটি ঠাকুরপুকুরের ইনস্টিটিউট অব অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ।

এ ছাড়াও দিল্লির ৮টি, উত্তরপ্রদেশের ৪টি, ওড়িশার ২টি, কর্নাটকের ১টি, কেরলের ১টি, মহারাষ্ট্রের ১টি, অন্ধ্রপ্রদেশের ১টি এবং পুদুচেরির ১টি বিশ্ববিদ্যালয়ও এই তালিকায় রয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলির বিষয়ে সাধারণ পড়ুয়াদের সাবধান করে দেওয়া হয়েছে। ইউজিসির তরফে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, “পড়ুয়াদের এবং আপামর সাধারণ নাগরিকদের জানানো হচ্ছে, ২১ টি স্বঘোষিত, ইউজিসি স্বীকৃতিহীন প্রতিষ্ঠান ইউজিসি আইন ভেঙে কাজ করছিল। ইউজিএসি এই প্রতিষ্ঠানগুলিকে ভুয়ো বিশ্ববিদ্যালয় হিসেবে তালিকাভুক্ত করেছে এবং এগুলির কোনও ডিগ্রি দেওয়ার এক্তিয়ার নেই।” প্রসঙ্গত, এই ধরনের ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলির মাধ্যমে কলকাতা তথা গোটা দেশের বহু পড়ুয়া প্রতারণার ফাঁদে পড়ছিল। পরিস্থিতির গুরুত্বের কথা বিবেচনা করে ইউজিসির তরফে এই প্রতিষ্ঠানগুলিকে ভুয়ো বিশ্ববিদ্যালয় বলে ঘোষণা করা হয়েছে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন