প্রথম পাতা খবর বিনামূল্যে আধার কার্ড সংশোধনের সময়সীমা বাড়ল

বিনামূল্যে আধার কার্ড সংশোধনের সময়সীমা বাড়ল

291 views
A+A-
Reset

নয়াদিল্লি: আধার কার্ডের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট অনলাইনে বিনামূল্যে আপলোড করার সময়সীমা ২০২৫ সালের ১৪ জুন পর্যন্ত বাড়িয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অব ইন্ডিয়া (UIDAI)। শনিবার এক্স-হ্যান্ডেলে এই তথ্য জানিয়েছেন আধার কর্তৃপক্ষ।

মূল সময়সীমা ছিল ২০২৩ সালের ১৪ জুন। পরে তা ১৪ সেপ্টেম্বর, ২০২৩ এবং ১৪ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত বাড়ানো হয়। এবার সময়সীমা আরও বাড়িয়ে ১৪ জুন, ২০২৫ করা হলো।

আপনার আধার সংক্রান্ত তথ্যের পরিবর্তন হলে বা ঠিকানায় পরিবর্তন হলে, অনলাইনে ডকুমেন্ট আপলোড করতে হবে। ৫ বছরের কম বয়সি শিশুর আধার নির্দিষ্ট সময় অন্তর আপডেট করতে হয়। শিশুর বয়স ৫ বছর এবং ১৫ বছর পার হলে আবার আপডেট বাধ্যতামূলক।

UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেল্ফ-সার্ভিস পোর্টালের মাধ্যমে আধার নম্বর, ক্যাপচা ও ওটিপি ব্যবহার করে লগ ইন করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করা যাবে। আপলোড সম্পন্ন হলে সার্ভিস রিকোয়েস্ট নম্বর তৈরি হবে, যা দিয়ে পরিবর্তনের স্ট্যাটাস চেক করা সম্ভব।

যদি বায়োমেট্রিক তথ্য যেমন আঙুলের ছাপ, চোখের স্ক্যান বা ছবিতে পরিবর্তন প্রয়োজন হয়, তবে অনলাইনে তা সম্ভব নয়। এর জন্য আধার এনরোলমেন্ট সেন্টার বা সেবা কেন্দ্রে যেতে হবে। সেখানে ভেরিফিকেশন শেষে অ্যাকনলেজমেন্ট স্লিপ দেওয়া হবে।

এই নতুন সিদ্ধান্তের ফলে কোটি কোটি আধার কার্ডধারী উপকৃত হবেন এবং আরও দীর্ঘ সময় ধরে বিনামূল্যে অনলাইনে ডকুমেন্ট আপলোডের সুযোগ পাবেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.