কাঁথি: রবিবার সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় অনুষ্ঠিত হচ্ছে কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচন। সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা দুপুর ২টো পর্যন্ত চলবে। এরপরই ভোট গণনা শুরু হবে। এই নির্বাচন ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে।
এতদিন কাঁথি সমবায় ব্যাঙ্কের ক্ষমতায় ছিলেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর অনুগামীরা। এবার তৃণমূল এই ব্যাঙ্কের পরিচালন কমিটির নিয়ন্ত্রণ হাতে নেওয়ার লক্ষ্য নিয়ে ভোট কৌশল সাজিয়েছে। তৃণমূলের হয়ে নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব পেয়েছেন প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এবং আশিস চক্রবর্তীর সঙ্গে কাঁথির ভোট ময়দানে প্রচার চালিয়েছেন।
কাঁথি সমবায় ব্যাঙ্ক পূর্ব ভারতের অন্যতম বড় সমবায় ব্যাঙ্ক। ১০৮টি আসনের জন্য মোট ৩৮১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা ৮০,৪৮০ জন। বাংলার সমবায় নির্বাচনের ইতিহাসে এই প্রথমবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, যা সুপ্রিম কোর্টের নির্দেশে সম্ভব হয়েছে।
তৃণমূল ও বিজেপির মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্রবিন্দু এই ব্যাঙ্ক নির্বাচন। উভয়ের পক্ষ থেকে বিভিন্ন ভোট কৌশল নেওয়া হলেও শেষ পর্যন্ত কারা জয়ী হবে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তুমুল আগ্রহ রয়েছে।