কাবুলে হাইজ্যাক ইউক্রেনের বিমান ! উড়িয়ে নিয়ে যাওয়া হল ইরানে

ডেস্ক: আফগানিস্তানের দিকে যাওয়ার পথেই মাঝ আকাশ থেকে উধাও বিমান। অভিযোগ, বিমান অপহরণ করেছে সশস্ত্র অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। জানা গিয়েছে, ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান হাইজ্যাক করা হল কাবুলে। সশস্ত্র ছিনতাইকারীরা ইউক্রেনের একটি বিমানের নিয়ন্ত্রণ নিয়েছিল আগেই এবং ইউক্রেনীদের বিমান থেকে সরিয়ে নিতে তারা আফগানিস্তানে পৌছনোর পর ইরানে উড়ে গিয়েছিল বলে সূত্র মারফত খবর। আফগানিস্তানে আটকে পড়া ইউক্রেনের নাগরিকদের উদ্ধার করতে রবিবার কাবুলে নেমেছিল ইউক্রেনের বিমানটি। সেখান থেকেই মঙ্গলবার বিমানটিকে জোর করে উড়িয়ে নিয়ে যাওয়া হয় বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: ‘গুরুগ্রন্থসাহেব’ সঙ্গে নিয়ে কাবুল থেকে ফিরলেন ৭৮ জন ভারতীয়


এই বিষয়ে ইয়েভগেনি ইয়েনিন বলেন, ‘গত রবিবার আমাদের দেশের একটি বিমান হাইজ্যাক করা হয়েছে বেশ কিছু মানুষের দ্বারা। এই বিমানটি রীতিমতো চুরি করা হয়। মঙ্গলবার এটি ইরানে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত পরিচয় কয়েকজনের দ্বারা। তাতে যেই যাত্রী ছিলেন তারা আমাদের দেশের নয়। এদিকে এর পরে ইউক্রেনের নাগরিকদের উদ্ধার করতে যেই তিনটি প্রচেষ্টা আমরা করি, তাও সফল হয়নি, কারণ আমাদের নাগরিকরা বিমানবন্দরেই পৌঁছাতে পারেননি।’

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন