শনিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন, বিভিন্ন জায়গায় চলছে বৃষ্টি। সন্ধ্যা ৬টায় আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান এবং ৭.৩০টায় কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ শুরু হওয়ার কথা। তবে সেই সময়েও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বিকেলের দিকে ঝড়বৃষ্টি হতে পারে, সঙ্গে দমকা হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে। যদিও টানা বৃষ্টির সম্ভাবনা কম, যা আশার আলো দেখাচ্ছে ক্রিকেটপ্রেমীদের।
ইডেনের উন্নত নিকাশি ব্যবস্থা দ্রুত মাঠ খেলার উপযোগী করতে পারে। বৃষ্টি হলে ওভার কমিয়ে ম্যাচ হতে পারে, তবে অন্তত ৫ ওভারের খেলা হওয়া বাধ্যতামূলক। রাত ১০.৫৬-এর মধ্যে খেলা শুরু করা না গেলে, দুই দল এক পয়েন্ট করে পাবে।