Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বৃষ্টিস্নাত কলকাতায় পুজোর আমেজ, শোভাযাত্রায় পা মেলালেন মুখ্যমন্ত্রী - NewsOnly24

বৃষ্টিস্নাত কলকাতায় পুজোর আমেজ, শোভাযাত্রায় পা মেলালেন মুখ্যমন্ত্রী

কলকাতা: “আজ থেকেই পুজো শুরু”, বলে বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ১টা ৫০ নাগাদ জোড়াসাঁকোতে পৌঁছোন মমতা। শোভাযাত্রা শুরুর আগে মুখ্যমন্ত্রীর বার্তা, “ইউনেস্কোকে ধন্যবাদ জানাই”। বৃষ্টিস্নাত আবহাওয়া প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “গরম আবহাওয়ার থেকে বৃষ্টি ভালো।”

এ দিন মিছিলের আড়ম্বর ছিল চোখে পড়ার মতো। শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঢাকের তালে ধুনুচি নাচ— একমাস আগেই পুজো শুরু হয়ে গেল বাংলায়। এই মিছিলে অংশ নেয় পুজো কমিটিগুলি। পদযাত্রার শুরুতে মমতা বলেন, “দুর্গাপুজো আমাদের কাছে একটা আবেগ। পুজো সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে শেখায়। মেলবন্ধন ঘটনায়।” একই সঙ্গে তিনি জানিয়ে দিলেন, আজ থেকেই দুর্গাৎসব শুরু হয়ে গেল।

এ দিন রাজপথের এই বর্ণাঢ্য মিছিলে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরাও। ছিলেন রাজ্যের নেতা-মন্ত্রী থেকে সাধারণ মানুষ, ছাত্রছাত্রী। জোড়াসাঁকো থেকে এই মিছিল শুরু হয়ে পৌঁছাবে রেড রোডে। সেখানে সংবর্ধনা জানানো হবে ইউনেস্কোর প্রতিনিধিদের। তাঁদের হাতে তুলে দেওয়া হবে দুর্গাপ্রতিমার রেপ্লিকা।

প্রসঙ্গত, কলকাতার দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি ঘিরে এই পদযাত্রার আয়োজন করেছে রাজ্য সরকার। এই উদ্যোগকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশন।

আরও পড়ুন: আজ কলকাতায় পুজোর পদযাত্রা, তৎপর কলকাতা পুলিশ

Related posts

নজরে বাঁকুড়া, ১৫ হাজার চাকরির বার্তা অভিষেকের

ভোটের আগে বাংলার মন পেতে হাতিয়ার রেল, উত্তরে অমৃত ভারত সব ছ’টি ট্রেন ঘোষণা

এসআইআর শুনানিতে প্রযুক্তির দাপট, ক্ষোভ মমতার, ফের জ্ঞানেশকে চিঠি