মালদহ: গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে ছাত্রীকে কোপ। বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালীন এই ঘটনা ঘটে। ছাত্রীকে কোপ মারার পর নিজেও আত্মহত্যার চেষ্টা অভিযুক্ত যুবকের।
জানা গিয়েছে, হামলার শিকার ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের পড়ুয়া। অভিযুক্ত যুবক বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তনী। দু’জনের অবস্থাই আশঙ্কাজনক। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
অভিযোগ, ছুরি দিয়ে প্রথমে ছাত্রীটিকে এলোপাথাড়ি কোপান ওই যুবক। এর পর ছুরি দিয়ে নিজের গলাও কেটে ফেলার চেষ্টা করেন।
প্রণয়ঘটিত কারণে তরুণীর উপর হামলা নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখছে ইংরেজবাজার থানার পুলিশ।