Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার রুখতে নজিরবিহীন পদক্ষেপ রাজ্য সরকারের - NewsOnly24

স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার রুখতে নজিরবিহীন পদক্ষেপ রাজ্য সরকারের

কলকাতা: স্বাস্থ্যসাথী প্রকল্পের অপব্যবহার রুখতে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সাহায্যে কঠোর পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্যভবন এবার একাধিক নতুন নিয়ম চালু করল, যা অসাধু নার্সিংহোমের কারচুপি ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

এখন থেকে রোগী ভর্তি থেকে শুরু করে চিকিৎসার প্রতিটি ধাপে ছবি, ভিডিও এবং জিপিএস লোকেশন পাঠানো বাধ্যতামূলক। এগুলি নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে সরাসরি স্বাস্থ্যভবনের সার্ভারে আপলোড করতে হবে।

নতুন নিয়মের উল্লেখযোগ্য দিকগুলি:

  • প্রতিটি ধাপের নথি: রোগী ভর্তি, পরীক্ষা, অপারেশন এবং ছুটির সময় ছবি ও ভিডিও আপলোড করতে হবে।
  • জিপিএস ট্র্যাকিং: রোগী সত্যিই হাসপাতালে আছেন কিনা, তা নিশ্চিত করতে জিপিএস লোকেশন পাঠাতে হবে।
  • এডিটিং নিষিদ্ধ: একবার ছবি বা ভিডিও আপলোড হলে তা আর এডিট করা যাবে না।
  • নির্দিষ্ট স্থান: অ্যাপটি হাসপাতালের ৫০ মিটার ব্যাসার্ধের বাইরে কাজ করবে না।
  • এআই যাচাই: সার্ভারে পাঠানো ডেটা জাল কিনা তা পরীক্ষা করবে এআই।

কঠোর শাস্তির হুঁশিয়ারি

ভুয়ো ছবি বা তথ্য আপলোড হলে সরকার স্বাস্থ্যসাথী প্রকল্পের টাকা মঞ্জুর করবে না। সেই সঙ্গে সংশ্লিষ্ট হাসপাতাল বা নার্সিংহোমকে মোটা অঙ্কের জরিমানা করা হবে। চিকিৎসকদেরও দায়বদ্ধ থাকতে হবে, কারণ ছবি ও ভিডিও আপলোড করতে হবে তাঁদের স্মার্টফোন থেকেই।

এই পদক্ষেপ রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পে স্বচ্ছতা আনতে এবং প্রকৃত রোগীদের উপকারে আসতে বড় ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Related posts

বঙ্গ ভোটের প্রস্তুতি শুরু: এসআইআর পর্বেই ইভিএম চেকিং ও প্রশিক্ষণ, আজ বিশেষ বৈঠকে কমিশন

সাতসকালে ভূমিকম্পে কাঁপল কলকাতা–দক্ষিণবঙ্গ; কেন্দ্র বাংলাদেশের নরসিংদী, তীব্রতা ৫.৫

কয়লা ব্যবসায়ীদের বাড়ি–অফিসে ইডির তল্লাশি, পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সহ ২ রাজ্যে অভিযান