Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বিজেপিকে ধাক্কা মেরে উত্তর প্রদেশের বাইরে ছুঁড়ে ফেলার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় - NewsOnly24

বিজেপিকে ধাক্কা মেরে উত্তর প্রদেশের বাইরে ছুঁড়ে ফেলার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশের সমর্থনে বারাণসীতে প্রচার সভা শুরু করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের ষষ্ঠ দফার বিধানসভা নির্বাচনের মধ্যেই মমতা অখিলেশের হয়ে প্রচার করবেন, তা আগেই জানিয়ে দিয়েছিলেন। উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কেন্দ্রে ভোটের দিনেই তাঁর রাজ্যে এ বারের ভোটপ্রচারে প্রথম সশরীরে জনসভা করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৭ মার্চ ভোট হওয়ার কথা বারাণসীতে।

আমার গাড়িতে ওরা ধাক্কা দিয়েছে। লাঠির বাড়ি মেরেছে। গালাগাল দিয়েছে। আমি ওদের ধন্যবাদ দিয়েছি। কারণ আমি বুঝেছি, আসলে ওরা হেরে যাবে বলে ভয় পেয়েছে। ভয় পেয়েছে বলেই এসব করছে। কিন্তু আমি এসব দেখেই আজ এ জায়গায় পৌঁছেছি। আমাকে এত সহজে দমানো যাবে না। আমার অনুরোধ যদি গঠবন্ধনকে যদি জেতাতে চাও তাহলে আমাকে আবার একবার ধাক্কা দাও। মমতা বললেন বারাণসীতে।

‘নামেই সাধু’ উত্তরপ্রদেশের বিদায়ী মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে মমতা বললেন, ‘‘উনি সাধুদের নাম খারাপ করছেন। নামে যোগী আসলে ভোগী। উনি গরীবদের কী দেবেন?’’

বারাণসীতেও খেলা হবে স্লোগান দিলেন মমতা। পুরসভা ভোটে বাংলায় তাঁর দলের ভাল ফলের কথা ঘোষণা করে বললেন, খেলা এত সহজ নয়। তবে আপনারা পারবেন। আপনারা উপযুক্ত জবাব দেবেন।

মমতা বললেন, ওরা আপনাদের আত্মীয়দের মৃতদেহ গঙ্গায় নিক্ষেপ করেছে, আপনারা ওদের উত্তরপ্রদেশের বাইরে নিক্ষেপ করুন।

উত্তরপ্রদেশে বিজেপি যে পাপ করেছে, তা মুছে ফেলা সম্ভব নয়। তবে সেই অন্ধকার সরিয়ে নতুন আলো আসবে। বললেন মমতা। মঞ্চ থেকে দর্শকদের উদ্দেশে ছুড়ে দিলেন বল।

Related posts

এসআইআর মাঝেই তৃণমূলের মেগা বৈঠক সোমবার, অভিষেকের নেতৃত্বে সাংসদ–বিধায়কদের পারফরম্যান্স রিভিউ

নবম–দশমের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ পিছোল, আগামী সপ্তাহে প্রকাশের সম্ভাবনা

বঙ্গ ভোটের প্রস্তুতি শুরু: এসআইআর পর্বেই ইভিএম চেকিং ও প্রশিক্ষণ, আজ বিশেষ বৈঠকে কমিশন