১৫ ফেব্রুয়ারি বারাণসীতে মমতা, দেখাবেন বিজেপিকে হারানোর রাস্তা

সোমবার বাংলা ছেড়ে লখনউ পৌঁছন মমতা। লখনউ বিমান বন্দরে দাঁড়িয়েই বাংলার মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবের রাজনৈতিক দিদি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে, তিনি তাঁর ভাই আখিলেশকে জেতাতেই ইউপি ছুটে এসেছেন।

এরপর মঙ্গলবার দুপুরে সেই ভাই অখিলেশকে পাশে রেখেই বক্তৃতা দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁর বক্তব্যে তৃণমূল নেত্রী বলেন, ‘‘আমি উত্তরপ্রদেশের ভোটে লড়াই করতে আসিনি। আমি এখানে এসেছি, আমার ভাই অখিলেশকে সমর্থন জানাতে। উত্তরপ্রদেশের মানুষ তাঁকে ভোট দিয়ে জয়ী করুন।’’

এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সব থেকে বড় বোমাটি ফাটান, যখন তিনি ঘোষণা করেন যে, তিনি আবারও আসবেন আগামী ১৫ ফেব্রুয়ারি উত্তর প্রদেশের নির্বাচনে প্রচার করতে। তবে এবার তিনি প্রচার করবেন খোদ প্রধানমন্ত্রীর কেন্দ্র বারাণসীতে। আর মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই উত্তপ্ত হতে শুরু করে রাজনৈতিক মহল।

বাংলায় তিনি আটকেছেন দিয়েছেন বিজেপির বিজয়রথ। এবার তাঁর উপরে ভরসা করতে চাইছে অখিলেশ যাদব ও তাঁর সমাজবাদী পার্টি। উত্তরপ্রদেশ থেকে বিজেপি-কে ‘তাড়াতে’ অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির হয়ে তাই প্রচারে নামলেন বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লখনউ-এর ভার্চুয়াল জনসভা থেকে এদিন মমতার ঘোষণা, আগামী মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি খোদ প্রধানমন্ত্রীর কেন্দ্র বারাণসীতে দাঁড়িয়ে তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দেবেন বিজেপিকে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক