উচ্চ প্রাথমিকের কাউন্সেলিংয়ের খসড়া প্রকাশ এসএসসি-র 

কলকাতা: উৎসবের আবহে চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুসংবাদ। অবশেষে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ের প্রাথমিক খসড়া প্রকাশ করে দিল স্কুল সার্ভিস কমিশন। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই এই পদক্ষেপ এসএসসি-র।

মঙ্গলবার হাইকোর্টের দুই বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছিল, এসএসসি নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপ অর্থাৎ কাউন্সেলিং শুরু করতে পারে। তবে নিয়োগ হবে আদালত নির্দেশ দিলে তবেই। আদালতের এই নির্দেশের পরেই এসএসসি জানিয়ে দেয় শীঘ্রই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে।

এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সাংবাদিক বৈঠকে বলেন, যাঁরা প্যানেলে রয়েছেন, তাঁদের প্রত্যেককে সেই কললেটার ডাউনলোড করে নিয়ে কাউন্সেলিংয়ে যোগ দিতে হবে। মোট ১৪৩৩৯টি শূন্যপদ রয়েছে উচ্চ প্রাথমিকে, তার মধ্যে ২০১৬ সালের প্যানেল থেকে ৯০০০ জনকে প্রথমে ডাকা হবে। তার পর নেওয়া হবে ওয়েটিং লিস্ট থেকে।

পর্ষদ সূত্রের খবর, আগামী ৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে কাউন্সিলিং। চলবে ২ ডিসেম্বর পর্যন্ত৷ ৩১ অক্টোবরের পর থেকেই মেধা তালিকায় থাকা প্রার্থীরা, কল লেটার ডাউনলোড করতে পারবেন। কোন কোন বিষয়ের কবে কবে কাউন্সেলিং, তার বিস্তারিত বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে এসএসসি। ৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত হবে মেধাতালিকায় থাকা চাকরি প্রার্থীদের কাউন্সেলিং। বিজ্ঞপ্তি দিয়ে জানাল স্কুল সার্ভিস কমিশন।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন