বিমান-বিভ্রাটের নেপথ্যে অন্তর্ঘাত! চাঞ্চল্যকর দাবি মার্কিন প্রশাসনের

ওয়াশিংটন: ক’দিন ধরে মার্কিন আকাশ স্তব্ধ থাকার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিষেবা। শনিবারের মধ্য়ে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছে আমেরিকার ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। একই সঙ্গে দাবি করা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের আসমরিক বিমান পরিষেবার কোমর ভেঙে দেওয়ার উদ্দেশ্য নিয়েও এই কাজ করা হয়েছিল এবং যাতে জড়িত বিমানবন্দরের সঙ্গে সম্পর্কিত অজ্ঞাত ব্যক্তি।

মঙ্গলবার প্রযুক্তিগত ত্রুটির কারণে হঠাৎ করেই স্তব্ধ হয়ে যায় মার্কিন উড়ান পরিষেবা। দ্রুত নামিয়ে আনা হয় শতাধিক বিমান। ব্যাহত হয়েছিল উড়ান পরিষেবা। বিভ্রাটের জেরে ৪,৬০০টির বেশি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিমান সে দিন বিলম্বিত হয়েছিল। বাতিল করা হয় ৮০০টি বিমান। তবে সেটা যে নিছক দুর্ঘটনা ছিল না, তেমনটাই দাবি করছে সে দেশের বিমান চলাচল নিয়ামক সংস্থা।

এফএএ-র তরফে জানানো হয়েছে, উড়ান পরিষেবার প্রযুক্তিতে থাবা বসান অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা। নষ্ট করে দেওয়া হয় কম্পিউটারের সমস্ত ফাইল। একটি ঠিকাদার সংস্থার হয়ে বিমানবন্দরের বিভিন্ন কাজ করতেন এমন দুই ব্যক্তিকে ইতিমধ্যেই চিহ্নিত করেছেন মার্কিন গোয়েন্দারা। তাঁদের অনুমান, এই ঘটনার নেপথ্যে বিমানবন্দরের আরও কেউ জড়িত থাকতে পারেন।

অন্য দিকে, এই ঘটনার নেপথ্যে রুশ হ্যাকারদের হাত রয়েছে বলে দাবি করে মার্কিন সংবাদমাধ্যমের একাংশ। যদিও হোয়াইট হাউস জানিয়েছে, বিমান-বিভ্রাটের পিছনে সাইবার হানা নেই। এ ব্যাপারে যাত্রী পরিবহণ দফতরকে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন